সর্ষে খেতের উপর দৌড়চ্ছেন জাহ্নবী, ‘ডিডিএলজে’র রিমেক?
শাহরুখ এবং কাজল অভিনীত আইকনিক ছবি 'দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র রিমেক হচ্ছে ?
যেদিকে দু’চোখ যায় চোখ ঝলসে দেওয়া সর্ষে ক্ষেত। তাঁর মাঝখানে ‘সিমরন স্টাইলে’ দৌড়চ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শাহরুখ এবং কাজল অভিনীত আইকনিক ছবি ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেক হচ্ছে ? নাকি কাহানিতে রয়েছে অন্য টুইস্ট! ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে সম্প্রতি সর্ষের ক্ষেতে দাঁড়িয়ে নিজের বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন জাহ্নবী। পোশাকেও এক্কেবারে ‘পাঞ্জাবি কুড়ি’। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনে হয় আমি একটু বেশি ফিল্মিই।’ না, ‘ডিডিএলজে’র রিমেক হচ্ছে না মোটেই অন্য এক ছবির শুটে গিয়ে জাহ্নবী হয়ে উঠলেন সিমরণ। সঙ্গে ‘রাজ’ নেয়নি ঠিকই , তাতে কী? রোম্যান্সে জাহ্নবী একাই একশো।
তাঁর পরবর্তী ছবি ‘গুড লাক জেরি’র জন্য আপাতত দেশের বিভিন্ন প্রান্তে শুট করছেন জাহ্নবী। আর সেই শুটের ফাঁকেই তাঁর এই ‘ডিডিএলজে’ পোজ। সুতরাং বুঝতেই পারছেন শুধু আমার-আপনার নয়, শাহরুখ-কাজলের সেই চিরন্তন রোম্যান্স কিন্তু আদপে পছন্দ জাহ্নবীরও। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মধ্যে দিয়ে বলি ডেবিঊ ঘটে জাহ্নবীর। সেই ছবি বক্সঅফিসে খারাপ রোজগার করেনি। ‘গুড লাক জেরি’ ছাড়াও তাঁকে দেখা যাবে কমেডি ফিল্ম ‘দোস্তানা’র রিমেকে। বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।
View this post on Instagram