ফের মুছে ফেলা হল কঙ্গনার টুইট, ‘নিয়ম ভেঙেছেন অভিনেত্রী’, অভিযোগ টুইটার কর্তৃপক্ষের

কঙ্গনার দু'টি টুইট মুছে ফেলা হয়েছে টুইটার থেকে।

ফের মুছে ফেলা হল কঙ্গনার টুইট, 'নিয়ম ভেঙেছেন অভিনেত্রী', অভিযোগ টুইটার কর্তৃপক্ষের
কেবল রিহানা নয়, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার একটি টুইটের জবাবেও বেশ 'অশালীন এবং অসংগত' কথা বলেছেন কঙ্গনা।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 3:07 PM

গত কয়েকদিন ধরে টুইট-যুদ্ধে সরগরম নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিংয়ে কঙ্গনা রানাওয়াত। কৃষক আন্দোলনের সমর্থনে যাঁরাই টুইট করেছেন সকলকে যেন নিশানা বানিয়ে নিয়েছেন অভিনেত্রী। গতকালই আন্তর্জাতিক পপ তারকা রিহানার টুইটেরও পালটা জবাব দিয়েছেন তিনি। তবে এবার কঙ্গনাকেও ছেড়ে কথা বলেননি টুইটার কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই কঙ্গনার দু’টি টুইট মুছে ফেলা হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে। যুক্তি হিসেবে টুইটারের তরফে বলা হয়েছে নিয়ম ভেঙেছেন কঙ্গনা। অর্থাৎ, ‘হেট স্পচ’ বা ‘বিদ্বেষমূলক মন্তব্য’-এর জন্য টুইটারের তরফে যে নিয়ম তৈরি করা হয়েছে তার উল্লঙ্ঘন করেছেন অভিনেত্রী। সেই জন্যই শেষ দু’ঘণ্টায় তাঁর দু’টি টুইট মুছে ফেলা হয়েছে। উল্লেখ্য, এই দু’টি টুইট-ই কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলন এবং সেই প্রসঙ্গে আন্তর্জাতিক তারকাদের করা টুইটের সঙ্গে জড়িত। টুইটার কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “নিয়মের উল্লঙ্ঘন হয়েছে। তাই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঘটনার সূত্রপাত রিহানার একটি টুইট থেকে। গতকাল, দিল্লির সিংঘু সীমান্তেঢ় কৃষক আন্দোলন প্রসঙ্গে একটি টুইট করেছিলেন মার্কিন তারকা। তার বিরুদ্ধেই আচমকা ফুঁসে ওঠেন কঙ্গনা। অভিনেত্রীর পাল্টা টুইটের ভাষা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। প্রায় সকলেই বলেছেন, অত্যন্ত ‘কদর্য ও কুরুচিকর’ ভাবে রিহানাকে আক্রমণ করেছেন কঙ্গনা। এরপরই শুরু হয় সমস্যা। টুইটার থেকে মুছে ফেলা হয় কঙ্গনার দু’টি টুইট।

তবে কেবল রিহানা নয়, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার একটি টুইটের জবাবেও বেশ ‘অশালীন এবং অসংগত’ কথা বলেছেন কঙ্গনা। সেই টুইটটিও মুছে ফেলা হয়েছে টুইটার থেকে। গত কয়েকদিনে, বিশেষ করে গতকাল কৃষক বিদ্রোহের বিরুদ্ধে কঙ্গনার মন্তব্য শুনে হতবাক হয়েছেন অনেকেই। কঙ্গনা কৃষকদের ‘জঙ্গি’ বলে অ্যাখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, এও বলেছেন যে, কৃষকরা দেশভাগ করতে চাইছেন। এর পাশাপাশি রিহানাকে ‘বোকা’ বলেও সম্বোধন করেছেন এই বলি অভিনেত্রী।

তবে এই গোটা ‘নাটকের’ শেষ এখানেই হয়নি। একদা কঙ্গনাই টুইট করে রিহানার গানের ভূয়সী প্রশংসা করেছিলেন। এক টুইটারিয়ান সেই টুইট খুঁজে বের করায় তাঁকেও রেয়াত করেননি কঙ্গনা। এছাড়া কয়েকদিন আগে আর এক অভিনেতা এবং দিলজিত দোসাঞ্জকে ‘খালিস্তানি’ বলে তোপ দেগেছিলেন কঙ্গনা। কারণ দিলজিত একেবারে সরাসরি ময়দানে নেমে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। সিংঘু সীমান্তে গিয়ে যোগ দিয়েছিলেন কৃষকদের আন্দোলনে। আর তার জেরেই বেজায় ক্ষেপে গিয়ে দিলজিতকে ‘খালিস্তানি’ অ্যাখ্যা দিয়েছিলেন কঙ্গনা।

উল্লেখ্য, কঙ্গনার নিশানায় সম্প্রতি যুক্ত হয়েছে গ্রেটা থুনবার্গের নামও।