করোনা কাড়ল বাবাকে, ‘জীবন আর আগের মতো হবে না’… ভেঙে পড়েছেন স্নেহা

এপ্রিলের ২৭ তারিখে কোভিডের সঙ্গে এক মাস যুদ্ধ করে প্রয়াত হন অভিনেত্রীর বাবা। তাঁর কোভিড নিউমোনিয়া হয়ে গিয়েছিল। সব রকম চেষ্টা করেও শেষরক্ষা হয়নি।

করোনা কাড়ল বাবাকে, 'জীবন আর আগের মতো হবে না'... ভেঙে পড়েছেন স্নেহা
কোভিডের সঙ্গে এক মাস যুদ্ধ করে প্রয়াত হন অভিনেত্রীর বাবা।
Follow Us:
| Updated on: May 01, 2021 | 10:09 PM

বাবাই শিখিয়েছিলেন সাহসী হতে… শিখিয়েছিলেন শক্ত হওয়ার মন্ত্র। কীভাবে সৎপথে চলতে হয়, কীভাবে নিজেকে ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়– সে সব শিক্ষা বাবার কাছে থেকেই পেয়েছিলেন অভিনেত্রী স্নেহা ওয়াগ। সেই বাবাই আর নেই। কোভিড কেড়ে নিয়েছে বাবাকে। ইনস্টাগ্রামে বাবার মৃত্যুসংবাদ জানিয়ে স্নেহা লিখলেন, “জীবন আর আগের মতো হবে না।”

এপ্রিলের ২৭ তারিখে কোভিডের সঙ্গে এক মাস যুদ্ধ করে প্রয়াত হন অভিনেত্রীর বাবা। তাঁর কোভিড নিউমোনিয়া হয়ে গিয়েছিল। সব রকম চেষ্টা করেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন, দু’মাসের সন্তানকে মুম্বইতে রেখে ভোপালে আইসিইউতে ভর্তি অনিরুদ্ধর কাছে গেলেন স্ত্রী

View this post on Instagram

A post shared by Sneha Wagh (@the_sneha)

বাবাকে নিয়ে এক লম্বা খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী। যার প্রতিটি লাইনে বাবা হারানোর নিদারুণ যন্ত্রণা। স্নেহা লিখছেন, “তোমার কথার জাদুতে তুমি কত মুখে হাসি ফোটাতে। তুমি একজন ভাল মনের মানুষ ছিলে বাবা। একজন ভাল মানুষ… তুমি শিখিয়েছ কীভাবে নিজের প্রতি ভরসা রাখতে হয়। শিখিয়েছ কীভাবে শক্ত থাকতে হয়। স্বপ্নের পিছনে ছুটতে গিয়েও কীভাবে নিজের মূল্য অনুধাবন করতে হয় সে শিক্ষা তো তোমারই… আমি ভাবতেই পারছি না তোমায় ছাড়া আমাদের বেঁচে থাকতে হবে। চারিদিক ঘোলাটে। এক নিস্তব্ধ শূন্যতা। তোমাকে ভাল ভাবে বিদায় পর্যন্ত জানাতে পারলাম না। জীবন আর কখনও আগের মতো হবে না…”

এই চরম সময়ে নেহার পাশের দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা। ভরসা জোগানোর চেষ্টায় অনবরত।