Kajol: মাত্র ৭ বছরের ছেলের কাছে সপাটে চড়, হতবাক কাজল, নিজেই জানালেন সবটা
Untold Story: বেশ কিছুটা সময় তিনি তাঁর সন্তানদেরই দিয়েছিলেন, তাদের মানুষ করতে কোনও খামতি ছাড়েননি কাজল, তারপরও এ কী কাণ্ড? এ কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী, মাত্র সাতবছরের ছেলে যুগের হাতে চড় খেতে হল তাঁকে!
কাজল, বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। বর্তমানে কেরিয়ারের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন তিনি। একের পর এক কাজ এখন তাঁর হাতে। যদিও বিয়ের পর তিনি বেশ কিছুটা সময় নিজেকে ক্যামেরা থেকে সরিয়ে রেখেছিলেন। বেশ কিছুটা সময় তিনি তাঁর সন্তানদেরই দিয়েছিলেন, তাদের মানুষ করতে কোনও খামতি ছাড়েননি কাজল, তারপরও এ কী কাণ্ড? এ কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী, মাত্র সাতবছরের ছেলে যুগের হাতে চড় খেতে হল তাঁকে! দুই সন্তান তাঁর, নাইসা দেবগণ ও যুগ। অজয় দেবগণ কেরিয়ারে ঝড় তুললেও এই দুই ছেলে মেয়েকে নিয়ে সদা ব্যস্ত কাজল। এখন মেয়ে নাইসার কেরিয়ার শুরু পালা। বেশ কিছু কাজের প্রস্তাবও পাচ্ছেন তিনি। তবে দুই সন্তানের মধ্যে কাজল বরাবরই বেশি প্রশংসা করে এসেছেন ছোট্ট ছেলে যুগের। কাজলের কথায়, যুগ বয়স তুলনায় বেশ পরিণত। মাঝে মধ্যে এমন কিছু কথা বলে বসে, যা কাজলকে অবাক করে দেয়। এই চড়ও ঠিক তেমনই এক শিক্ষা।
একবার কাজল জানান, যুগের কথা তাঁর গালে যেন সপাটে চড় ছিল। কী ঘটেছিল সেদিন? বাড়িতে পুজো ছিল। সকলেই পুজোর জায়গায় বসে রয়েছে। যুগ একটু দূরে বসেছিল। তাকে ডেকে কাজল কাছে বসাতে চাইলে, যুগ মাকে জানায়, তার ইচ্ছে নেই। এগুলো জোর করে হয় না। তার যদি ইচ্ছে করত তবে সে সেখানে গিয়ে বসত। কিন্তু তার সেটা ভেতর থেকে আসছে না, সেই করণেই সে দূরে আছে। জোর করে এভাবে কাছে বসিয়ে বিশ্বাস তৈরি করা যায় না। তা মন থেকে আসে। কাজলের কথায়, যুগ তখন বেশ ছোট, মাত্র ৭। সে যে এভাবে কথাগুলো বলে বসবে, তা ভেবেই পাননি তিনি। যুগের কথা শুনে কাজল বুঝতে পারেন যুগের যুক্তি। সে কী বলতে চাইছে। তখন কাজল নিজের ভুলটাও বুঝতে পারেন। কাজল বলেন, ‘মনে হল সেদিন যুগ আমার গালে সপাটে চড় মারে, বুঝতে পারি আমি যা করছি, সেটা তবে সত্যি ভুল।’