Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিভোর্স হতেই ফের বিয়ে কাঞ্চনের, পাত্রী শ্রীময়ীই! তারিখ জানেন?

Kanchan-Sreemoyee: লোকসভা নির্বাচনের আগেই বড় চমক। জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, টলিপাড়া সূত্রে খবর এমনটাই। জানা যাচ্ছে, আগামী ৬ মার্চ নাকি বিয়ে করবেন ওঁরা। এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক।

ডিভোর্স হতেই ফের বিয়ে কাঞ্চনের, পাত্রী শ্রীময়ীই! তারিখ জানেন?
বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী।
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 4:24 PM

লোকসভা নির্বাচনের আগেই বড় চমক। জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, টলিপাড়া সূত্রে খবর এমনটাই। জানা যাচ্ছে, আগামী ৬ মার্চ নাকি বিয়ে করবেন ওঁরা। এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক। ওদিকে শ্রীময়ীর কিন্তু এটা প্রথম বিয়ে। নিজেরা এই নিয়ে এখনও পর্যন্ত মুখ না খুললেও সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই নাকি ঘনিষ্ঠদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণও। ঠিক হয়ে গিয়েছে মেকআপ আর্টিস্টও। তবে বিয়েতে খুব বেশি জাঁকজমক থাকবে না বলেই জানা যাচ্ছে। এ প্রসঙ্গে বিস্তারিত ভাবে জানার জন্য কাঞ্চন ও শ্রীময়ী দু’জনের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করে টিভিনাইন বাংলা। কাঞ্চনের ফোন বন্ধ, ওদিকে শ্রীময়ীর ফোন বেজে গিয়েছে। তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা চাইছেন না ওঁরা? প্রথম থেকেই কাঞ্চনকে কখনও গুরু, কখনও দাদা, কখনও বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন শ্রীময়ী। সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। তবে গোপন কথাটি আর রহিল না গোপনে। সব ঠিকঠাক থাকলে হাতে আর একটা মাসও নেই!

এই মাসেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কাঞ্চনের। আইনি ভাবে আলাদা হন তাঁরা। যদিও গত দু’বছর ধরেই আলাদা থাকছিলেন ওঁরা। শ্রীময়ী ও কাঞ্চনের নামে অতীতে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন পিঙ্কি। করেছিলেন পরকীয়ার অভিযোগ। অন্যদিকে কাঞ্চন দাবি করেছিলেন,৯ বছরের দাম্পত্যে নাকি মাত ২০ দিন একসঙ্গে সংসার করেছেন তাঁরা। বিয়ের পর থেকেই নাকি বনিবনা হচ্ছিল না তাঁদের মধ্যে। কাঞ্চন ও পিঙ্কির এক সন্তান রয়েছে। সে যদিও মায়ের সঙ্গে থাকছে এখন। ওদিকে পিঙ্কি ও তাঁর ছেলে থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে। কারণ পিঙ্কি সম্পর্কে সাবিত্রীর নাতনি হন।

পিঙ্কির আগেও বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস। তিনিও কিন্তু অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ধারাবাহিক তো বটেই চুটিয়ে থিয়েটারও করতে দেখা যায় তাঁকে। বর্তমানে ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অনিন্দিতাকে।