‘প্ন্যান্ট পরতে ভুলে গেলেন’, ট্রেন্ডি লুকে ছবি পোস্ট করতেই ট্রোল্ড সোহিনী
Sohini Sarkar: সোহিনী সরকার ঠিক তেমনই পন্থায় বিশ্বাসী। কোনওদিব ট্রোলে নজর দিতে দেখা যায়নি তাঁকে। তবে কার কী, ট্রোলাররা তাঁদের কাজ করে চলেছেন। সেলেবদের প্রোফাইলে গিয়ে কুমন্তব্য করাটাই যেন একশ্রেণির স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
সোহিনী সরকার, টলিপাড়ার অন্যতম সেলিব্রিটি, যাঁকে নিয়ে সর্বত্র চর্চা থাকে তুঙ্গে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সিনেপাড়ায় দাপট, বারবার সকলের নজর কেড়েছেন তিনি। নিজেকে পাল্টে ফেলেছেন আমল। ফ্যাশন ট্রেন্ডে গা ভাসিয়ে সকলের নজর কাড়া সোহিনী সরকার, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। নিত্য পোস্টও করে থাকেন ভক্তদের জন্য। তবে এবার অন্য ছবি নেটপাড়ায়। ট্রোল সেলেবদের জীবনে নতুন কোনও বিষয় নয়। কেউ তাকে গুরুত্ব দিয়ে থাকেন, কেউ আবার ঝেরে ফেলে দেন। অনেককেই বলতে শোনা যায়, যে নেটিজ়েনদের মন্তব্য যদি ধরতেই হয়, তবে সমস্যা। কোনটা নেবেন, কোনওটা ফেলবেন, তা নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়।
সোহিনী সরকার ঠিক তেমনই পন্থায় বিশ্বাসী। কোনওদিব ট্রোলে নজর দিতে দেখা যায়নি তাঁকে। তবে কার কী, ট্রোলাররা তাঁদের কাজ করে চলেছেন। সেলেবদের প্রোফাইলে গিয়ে কুমন্তব্য করাটাই যেন একশ্রেণির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েই এবার একশ্রেণি কটাক্ষ করতে ভুললেন না সোহিনী সরকারকে। ওয়ানপিসে ছবি দিলেন নেটপাড়ায়। সেখানেই কমেন্টের বন্যা।
কেউ প্রশ্ন করলেন প্যান্ট কোথায়, কেউ আবার প্রশ্ন করে বসলেন, তিনি কি প্যান্ট পরতে ভুলে গিয়েছেন? যদিও প্রশংসার সংখ্যাই বেশি। তাঁক লুক থেকে শুরু করে ফ্যাশনের প্রশংসা করলেন অনেকেই। প্রসঙ্গত কয়েকদিন ধরেই চর্চায় অভিনেত্রী। বিদেশে ঘুরতে গিয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন কে, তা নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা। চর্চিত প্রেমিকা সোহিনী সরকার? নাকি ‘সোলো ট্রিপ’-এ গায়ক? এ নিয়ে যখন হচ্ছিল জোর আলোচনা তখন হঠাৎ করেই যেন ফাঁস হয়ে গেল সবটা! সোহিনীর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দেখে অনেকেরই ধারণা তাঁরা একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন।