স্বরা ‘বি লিস্টার সিপাই’, টুইটে কটাক্ষ কঙ্গনার
নিজের টুইটে দীপিকা, আলিয়া কিংবা ক্যাটরিনাকে ‘এ’ লিস্টার বললেও পরোক্ষে স্বরাকে ‘বি’ লিস্টার তকমা দিয়েছেন কঙ্গনা।
টুইটে বরাবরই বিস্ফোরক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। সরাসরি তাঁকে ‘বি লিস্টার সিপাই’ তকমা দিয়েছেন কঙ্গনা।
সমস্যার সূত্রপাত বলিউডের আইটেম সং নিয়ে। উল্লেখ্য, আইটেম সং-এ নাচ করার প্রসঙ্গে কিছুদিন আগে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। এবার এই তিন অভিনেত্রীর সমর্থনে টুইট করেছেন স্বরা ভাস্কর। কঙ্গনার দাবি, তিনি কখনই আইটেম সং-এ নাচ করেননি। বরং তাঁর কাছে প্রস্তাব এলেও তিনি নাকচ করেছেন। কারণ তিনি মনে করেন এই ধরনের গানে বা নাচে মহিলাদের সম্পর্কে অশালীন মনোভাব প্রকাশ পায়।
These B grades won’t understand but I said no to item songs of Sanjay Bhansali and Farah Khan also, which made few A listers over night sensations, I sacrificed a lot to be who I am today, back off B grade hyenas if these directors offer you even a passing you will go crawling. https://t.co/NYc54vhXMs
— Kangana Ranaut (@KanganaTeam) February 22, 2021
আর কঙ্গনার এই মন্তব্যেরই পাল্টা দিয়েছেন স্বরা। ২০১৩ সালে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘রাজ্জো’ ছবির একটি দৃশ্য টুইট করেছেন তিনি। সেখানে একটি ড্যান্স নাম্বারেই নাচ করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। এই ভিডিয়ো টুইট করে স্বরা লিখেছেন, “এই আইটেম নাম্বারে আপনার নাচ খুবই ভাল লেগেছে কঙ্গনা। আপনি সত্যিই একজন দারুণ পারফর্মার এবং নৃত্যশিল্পী। আপনার আগামী কাজের জন্য অপেক্ষায় রইলাম।“
Whenever I impose difficult questions on A listers all B listers come like sepoys,item numbers is essentially a song which isn’t consequential to the plot of the film, uses derogatory language for woman, even when I played a nautch girl I made sure it’s not derogatory for woman. https://t.co/7uGzwQxNUL
— Kangana Ranaut (@KanganaTeam) February 22, 2021
স্বরার এই টুইট দেখেই বেজায় চটেছে কঙ্গনা। পাল্টা জবাবে তিনি বলেছেন, “যখনই এ লিস্টারদের সামনে কোনও গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখি, তখনই বি লিস্টাররা সিপাইয়ের মতো ময়দানে নেমে পড়েন। আইটেম নাম্বারগুলো আসলে এমনই গান যেখানে মহিলাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করা হয়। আমি কখনও এ জাতীয় গানে পারফর্ম করলে খেয়াল রাখি সেটা যেন মহিলাদের ক্ষেত্রে অপমানজনক না হয়।“
নিজের টুইটে দীপিকা, আলিয়া কিংবা ক্যাটরিনাকে ‘এ’ লিস্টার বললেও পরোক্ষে স্বরাকে ‘বি’ লিস্টার তকমা দিয়েছেন কঙ্গনা। এখানেই থামেননি কঙ্গনা। অভিনেত্রী আরও বলেছেন, “আইটেম সং-এ নাচ করব না একথা আমি সঞ্জয় লীলা বনশালি এবং ফারহা খানকেও বলেছি। এঁরাই অবশ্য রাতারাতি কিছু ‘এ‘ লিস্টার তৈরি করেছেন। আজ আমি যা, সেখানে পৌঁছনোর জন্য প্রচুর ত্যাগ করেছি। বি গ্রেড হায়নারা দূরে থাকুন।“