বলিউডের ঠিকাদার করণ জোহর-আদিত্য চোপড়া লুকিয়ে রয়েছে: কঙ্গনা

পরিচালকরা নিজেদের ফিল্মের তারিখ পিছিয়ে দিলেও, বলি অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত হাঁটেননি বাকিদের পথে।

বলিউডের ঠিকাদার করণ জোহর-আদিত্য চোপড়া লুকিয়ে রয়েছে: কঙ্গনা
কঙ্গনা রাণাওয়াত।
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 9:44 PM

দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকেরই খোঁজ মিলছে মহারাষ্ট্রে । একাধিক জেলায় লকডাউন ও ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্যবাসীকে সচেতন করতে সম্পূর্ণ লকডাউনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। নৈশ কার্ফু জারি হয়েছে।

রাত আটটা বাজতেই রাজ্যের সমস্ত রেস্তরাঁ, শপিং মলের ঝাঁপি বন্ধ করতে হবে। সকাল সাতটার আগে খোলা যাবে না এগুলি কিছুই। নাটক মঞ্চগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন এপ্রিলেই শাহরুখের সঙ্গে হাতাহাতিতে জড়াবেন জন আব্রাহাম

kangna 1

‘থালাইভি’তে কঙ্গনা

এই বিধিনিষেধের কারণে একাধিক পরিচালক ছবি মুক্তি থেকে নিজেদের বিরত রেখেছেন। পিছিয়ে দিয়েছেন ছবির রিলিজের তারিখ। তবে বলি অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত হাঁটেননি বাকিদের পথে। করোনা পরিস্থিতিতেই আগামী ২৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’। কঙ্গনা তাঁর টুইটে লেখেন, ‘তারা আমাকে ইন্ডাস্ট্রির বাইরে ছুঁড়ে ফেলার জন্য সব কিছু করেছিল, দলবদ্ধ হয়েছিল, হেনস্থা করেছিল। বলিউডের ঠিকাদার করণ জোহর এবং আদিত্য চোপড়া লুকিয়ে রয়েছে। সমস্ত বড় নায়করা লুকিয়ে রয়েছে, কিন্তু বলিউডকে বাঁচাতে কঙ্গনা রাণাওয়াত এবং তাঁর দল ১০০ কোটি বাজেট ছবি নিয়ে আসছে। ইতিহাস শুধু সোনালি অক্ষরে লিখতে পারে যে একজন মহিলা বহিরাগত সন্তান ছিল, যে ত্রাণকর্তা ছিল। আপনি কখনও জানতে পারবেন না জীবন আমাদের কীভাবে চমকে দিতে পারে। যদি তা হয়, জানবেন আপনার মায়ের বিরুদ্ধে  বলিউডের চিল্লার পার্টি কখনও দলবদ্ধ হতে পারবে না। কারণ মা. মা-ই হয়।’