ভুয়ো ছবি পোস্ট করে ফাঁসলেন কঙ্গনা, পাঠানো হবে আইনি নোটিস

সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে, অন্যথা মানহালির মামলা করা হবে Kangna Ranaut-এর বিরুদ্ধে।

ভুয়ো ছবি পোস্ট করে ফাঁসলেন কঙ্গনা, পাঠানো হবে আইনি নোটিস
কঙ্গনা রানাওয়াত ও সেই পোস্ট
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 6:58 PM

Tv9 বাংলা ডিজিটাল: দেশ জুড়ে চলছে কৃষি আইন নিয়ে বিক্ষোভ। প্রতিবাদ কেন্দ্রের বিরুদ্ধে বাড়ছে সুর। দিল্লির জমায়েতে হাজির হয়েছেন হাজার হাজার কৃষক। মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বিরাশি বছর বয়সের এক বৃদ্ধা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয় সে ছবি। অন্য এক প্রোফাইলের পোস্টকে Kangna ranaut রিটুইট করেন। দুই বৃদ্ধার ছবি ছিল, আর লেখা ছিল, ‘শাহীন বাগ দাদি’ হিসেবে পরিচিত বিরাশির বছরের বৃদ্ধা বিলকিস বানোকেও দেখা গিয়েছে কৃষকদের বিক্ষোভে। তিনি নাকি রোজ ১০০ টাকা ভাড়া হিসেবে এ ধরনের মিছিলে আজকাল সামিল হন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহীন বাগে যে বিক্ষোভ অবস্থান হয়েছিল তারই মুখ এই বৃদ্ধা। বিবিসির ২০২০ সালের ১০০ জন মহিলার তালিকাতেও উঠে এসেছে তাঁর নাম।

kangna Ranaut

কঙ্গনা রানাওয়াতের পোস্টের স্ক্রিনশট

কঙ্গনা পোস্টটিকে রিটুইট করে লেখেন, “হা হা হা। ইনি তো সেই দাদি, যিনি টাইম ম্যাগাজিনে জায়গা করে নিয়েছিলেন দেশের সবচেয়ে প্রভাবশালী হিসেবে। এঁকে ১০০ টাকার বিনিময় ভাড়া পাওয়া যায়। আমাদের নিজেদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে হবে। আর পাকিস্তানের সাংবাদিকরা আন্তর্জাতিক পিআরদের নিয়ে এ সব করাচ্ছে।” কঙ্গনার এই টুইটে ফেটে পড়েন নেটিজেন। অধিকাংশের বক্তব্য ছবিটা একেবারে ভুয়ো। এবং সেটাকে রিটুইট করার জন্য নিন্দার মুখে পড়তে হয় কঙ্গনাকে।

যদিও কঙ্গনা সেই টুইট ডিলিট করে দিয়েছেন। তবে টুইটের স্ক্রিনশট এখনও টুইটারে ঘুরছে। সূত্রের খবর, জিরাকপুরের আইনজীবী হাকাম সিং আইনি নোটিস পাঠিয়েছেন কঙ্গনা রাণাওয়তকে। হাকাম বলেন, “একজন বৃদ্ধাকে নিয়ে উপহাস করে ভুল করেছেন কঙ্গনা। সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে, অন্যথা মানহালির মামলা করা হবে কঙ্গনার বিরুদ্ধে। শাহীনবাগ-সিএএ বিরোধী বিক্ষোভ মিছিলে ‘বিলকিস দাদি’ বলে যাকে চিহ্নিত করা হয়েছিল এবং এই কৃষক বিক্ষোভকারীর মিছিলের মোহিন্দর কর এক ব্যক্তি নন।”