Legal Issue: আবারও বিতর্কের কেন্দ্রে করণ, ছ’বার পাকিস্তানের গান ‘চুরি’, মিলল কড়া হুমকি
Karan Johar: এই প্রসঙ্গ সামনে আসতেই আবারও করণ জোহরকে নিয়ে বিতর্ক তুঙ্গে। কেন কী জন্য, কীভাবে দিনের পর দিন কোনও অনুমতী ছাড়া এমন কাণ্ড ঘটানো সম্ভব হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
বারে বারে বিতর্কের কেন্দ্রে নাম উঠে আসতে দেখা যায় করণ জোহারের, বি-টাউনে যা নিত্য উঠে আসতে দেখা যায় সকলের চোখের সামনে। তবে এবার আর দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকল না বিতর্ক। অতীতের রেশ টেনে এবার নয়া জল্পনাতে নাম লেখালেন প্রযোজক তথা পরিচালক করণ জোহার। অভিযোগ যখন উড়ে আসে পাকিস্তান থেকে তখন, তা ঘিরে যে সমালোচনা তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। ঝড়ের গতিতে তাই আরও এবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেন করণ জোহার। কারণ একটাই, অভিযোগের তির ধেয়ে আসল পাকিস্তানের গায়কের থেকে।
পাকিস্তানের রাজনীতিবিদ ও গায়ক আব্রার উল হক এবার তোপ দাগলেন, জানালেন, এই নিয়ে মোট ছয়বার করণ জোহার তাঁর গান চুরি করেছেন। যুগ যুগ জিও সিনেমার নাচ পাঞ্জাবন গান সামনে আসতেই ফাঁস হল আরও একবার চুরির কাহিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, করণ জোহারের মত একজন প্রযোজকের কখনই উচিত নয়, গান চুরি করা। এখানেই শেষ নয, তিনি পাল্টা জানান, যে এবার তিনি আইনি পদক্ষেপ নিতেও বাধ্য হবেন। আব্রারের কথায়, এই বিষয়টি মোটেও কাম্য নয়। যদিও তিনি স্পষ্ট জানাননি যে তাঁর ছয়টি গান চুরির অভিযোগ কেবল করণ জোহারের বিরুদ্ধে, নাকি তা পাল্টা বলিউডের বিরুদ্ধে।
Song “Nach Punjaban” has not been licensed to any one. If someone is claiming it , then produce the agreement. I will be taking legal action.#NachPunjaban
— Abrar Ul Haq (@AbrarUlHaqPK) May 22, 2022
তবে এই প্রসঙ্গ সামনে আসতেই আবারও করণ জোহরকে নিয়ে বিতর্ক তুঙ্গে। কেন কী জন্য, কীভাবে দিনের পর দিন কোনও অনুমতি ছাড়া এমন কাণ্ড ঘটানো সম্ভব হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ করণ জোহর, বিকর্তকে হজম করেই তিনি দিব্য নিজের কাজটি যে চালিয়ে যেতে পারেন, তা নিয়ে কোনও দ্বিমত রাখার জায়গা নেই বললেই চলে। তাই এবারও তার ব্যতিক্রম হল না।
View this post on Instagram