তৃতীয়বার ডিভোর্সের পথে কিম কার্দাশিয়ান, সন্তানদের দেখভালের স্বার্থে কী আবেদন তাঁর?
২০১৪ সালের মে'মাসে বিয়ে করেন কিম-কেনি। তাঁদের চার সন্তানের নাম নর্থ, সেন্ট, শিকাগো এবং পাম। বিগত এক বছর ধরেই কিম-কেনির সম্পর্কে চিড় ধরেছিল।
ভাঙতে চলেছে ছয় বছরের দাম্পত্য। র্যাপার স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন অভিনেত্রী-মডেল কিম কার্দাশিয়ান। সূত্র বলছে, এমন সিদ্ধান্তের কারণ, কিম এবং কেনির মধ্যেকার ঘন ঘন মতের অমিল যা চেষ্টা করেও ঠিক করতে পারেননি তাঁরা। যদিও তাঁদের চার সন্তানের দেখভালের স্বার্থে আদালতের কাছে যৌথ কাস্টডি’র আবেদন করেছেন ওই মার্কিনী তারকা।
কিম অথবা কেনি অফিসিয়ালি তাঁদের বিবাহবিচ্ছেদের খবর এখনও পর্যন্ত প্রকাশ্যে না আনলেও ওই সেলেব কাপলের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, ” বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছেন কিম-কেনি। শুধুমাত্র সন্তানদের কথা ভেবেই এখনও পর্যন্ত দেখা সাক্ষাৎ হচ্ছে তাঁদের তবে কিম নিজেও জানে তাঁদের সম্পর্ক শেষ, আর কিছুই বেঁচে নেই।”
View this post on Instagram
২০১২ সাল থেকে ডেট করতে শুরু করেন ওই সেলেব জুটি। ২০১৪ সালের মে’মাসে বিয়ে করেন কিম-কেনি। তাঁদের চার সন্তানের নাম নর্থ, সেন্ট, শিকাগো এবং পাম। বিগত এক বছর ধরেই কিম-কেনির সম্পর্কে চিড় ধরেছিল। গত বছর জুলাই মাসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হয়ে এক নির্বাচনী প্রচারে কেনি বলেন তাঁর প্রথম সন্তানকে নষ্ট করে দিতে চেয়েছিলেন তিনি। এখানেই শেষ নয় কিম এবং কিমের মায়ের বিরুদ্ধে তালা বন্ধ করে রাখার অভিযোগও আনেন তিনি, পরে যদিও সেই সব টুইট মুছে কেনি। কেনি জানান তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত।
পাল্টা কিম এক বিবৃতি জারি করে লেখেন, “ও অসাধারণ মানুষ। কিন্তু একই সঙ্গে খুব জটিল। একজন শিল্পী এবং কালো মানুষ হওয়ার চাপ সব সময় ওর মধ্যে থাকে। তার মধ্যে ওর বাইপোলার ডিজঅর্ডার। যারা কেনির কাছে মানুষ তাঁরা ওর হৃদয় বোঝে জানে কখনো কখনও ও যা করে তা ওর কথার মধ্যে প্রকাশ পায় না।” এর আগে ২০০০ সালে মাত্র ১৯ বছর বয়সে সঙ্গীত প্রযোজক ড্যামন থমাসকে বিয়ে করেছিলেন কিম। সেই বিয়ে টেঁকেনি। এর পর ২০১১ সালে কিম আবার বিয়ে করলেও মাত্র কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁর। এর পরেই কেনির সঙ্গে সংসার শুরু করেন কিম। কিন্তু সেই বিয়েও এখজ ভাঙনের পথে।