সইফ আলি খান যখন করিনা কাপুরের সঙ্গে ডেটিং শুরু করলেন, রানি মুখোপাধ্যায় সইফকে কীভাবে গাইড করেছিলেন?

করিনা কাপুরের সঙ্গে যখন ডেটিং করতে শুরু করেছিলেন, সেই সময় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হাম তুম’ করছিনেল সইফ। সইফ জানিয়েছেন ডেটিংয়ের দিনগুলোয় একটু নার্ভাস থাকতেন তিনি। রানি টিপস দিয়েছিলেন সইফকে। কী সেই টিপস?

সইফ আলি খান যখন করিনা কাপুরের সঙ্গে ডেটিং শুরু করলেন, রানি মুখোপাধ্যায় সইফকে কীভাবে গাইড করেছিলেন?
রানি-সইফ-করিনা
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 12:48 PM

সইফ আলি খান আর করিনা কাপুর সুখী দম্পতি। বেশ অনেক বছর তাঁরা একসঙ্গে কাটিয়ে দিলেন। এখন তো আবার কিছুদিনের মধ্যে ওঁদের ঘরে নতুন অতিথিও আসছে। তৈমুরের পর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন সাইফিনা।

সম্প্রতি করিনার টক শোএ অতিথি হয়ে এসেছিলেন সইফ আলি খান। দু’জনেই একটু নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন। ফিরে গিয়েছিলেন ওঁদের সম্পর্কের শুরুর দিনগুলোর কাছে। কেমন ছিল শুরুর দিনগুলো? কীভাবে শুরু হয়েছিল সাইফিনার প্রেম?

সইফ আলি খান হাটে হাঁড়ি ভাঙলেন। করিনা কাপুরের সঙ্গে যখন ডেটিং করতে শুরু করেছিলেন, সেই সময় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হাম তুম’ করছিনেল সইফ। সইফ জানিয়েছেন ডেটিংয়ের দিনগুলোয় একটু নার্ভাস থাকতেন তিনি। করিনা কাপুরের মত ‘ওয়ার্কিং উওম্যান’এর সঙ্গে ডেটিং করার অভিজ্ঞতা খুব একটা ছিল না পাতৌদির ছেলের। তাই একটু চিন্তায় থাকতেন। বুঝতে পেরেছিনেল রানি মুখোপাধ্যায়। রানি টিপস দিয়েছিলেন সইফকে। সেই টিপস নাকি দারুণ কাজে দিয়েছিল, জানিয়েছেন সইফ। কেমন ছিল সেই মহা মূল্যবান টিপস? সইফ জানিয়েছেন রানি তাঁকে বলেছিলেন করিনাকে একজন ‘মহিলা’ হিসাবে ট্রিট নাকরতে। একজন ছেলে বন্ধুর সঙ্গে সইফ যেমন ব্যবহার করেন, তেমনই যেন তিনি করিনার সঙ্গেও ব্যবহার করেন। কোনও জেন্ডার পার্থক্য করতে মানা করেছিলেন রানি। সইফ অক্ষরে অক্ষরে সেই টিপস মেনেও ছিলেন। ফলও পেয়েছেন হাতেনাতে।

আরও পড়ুন :‘কীভাবে স্বাধীনতা পেয়েছেন, সেটা জানুন’, প্রজাতন্ত্র দিবসে বার্তা কঙ্গনার

ছোটে নবাবের ডেটিং কৌশল জেনে ফেনে কী বললেন বেগম? করিনার কাছে এই টিপস খুব ‘কুল’। তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন “সব ছেলেরই এই টিপস ফলো করা উচিৎ।” আপাতত সাইফিনা নতুন অতিথির অপেক্ষায় আছেন।