প্রজাতন্ত্র দিবসে গান গেয়ে শুভেচ্ছা জানালেন মধুবনী গোস্বামী

‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। সন্তানের জন্মের পর ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।

প্রজাতন্ত্র দিবসে গান গেয়ে শুভেচ্ছা জানালেন মধুবনী গোস্বামী
মধুবনী গোস্বামী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 12:53 PM

পেশা অভিনয়। আর গান করেন শখে। কিন্তু এখন হাতে অনেকটা সময়। তাই নিজের মতো করে গান গেয়ে প্রজাতন্ত্র দিবসে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন টেলি (TV) অভিনেত্রী (Actress) মধুবনী গোস্বামী (Madhubani Goswami)।

মধুবনী মা হতে চলেছেন। আর কয়েকদিন পরেই ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সন্তানের মধ্যে ছোট থেকেই বিভিন্ন মূল্যবোধ তৈরি করতে চান তিনি। বিশেষ দিনটা বাড়িতে থেকেই নিজের মতো করে সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। বিশ্রামে রয়েছেন। চলছে তাঁর নতুন পার্লারের কাজ।

মধুবনী আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “২০২০ বছরটা আমাদের সকলের কাছে নেগেটিভ বছর। আমি আর রাজা ভেবেছিলাম, এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিটে নিয়ে যাব কী করে। আমদের মনে হয়েছিল, নেগেটিভিটিটাকে পজিটিভিতে টার্ন ওভার করার এটাই সেরা সময়। কাজেরও তেমন প্রেশার নেই। লকডাউনে কারও কাজ ছিল না। দু’জনেই সুন্দর করে সময় দিতে পারব। যে যার মতো সিরিয়ালে কাজ করলেও আমরা একসঙ্গে যাত্রা করি। সেটা খুব সময়সাপেক্ষ। এই সময়টা কাজ না থাকায় নিজেকে অনেক বেশি সময় দিতে পারব। আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। ৪-৫ বছরের মধ্যে প্ল্যান করব ভেবেছিলাম। ভগবানের আশীর্বাদে আমার জন্মমাস অগস্টেই খবরটা পেয়েছি।”

আরও পড়ুন, ‘কীভাবে স্বাধীনতা পেয়েছেন, সেটা জানুন’, প্রজাতন্ত্র দিবসে বার্তা কঙ্গনার

‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। সন্তানের জন্মের পর ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।

আরও পড়ুন, ভিক্টোরিয়া পরিচ্ছন্ন করা নিয়ে উদ্যোক্তাদের অভিযুক্ত করলেন অভিনেত্রী-সাংসদ মিমি