‘কীভাবে স্বাধীনতা পেয়েছেন, সেটা জানুন’, প্রজাতন্ত্র দিবসে বার্তা কঙ্গনার
কঙ্গনা ছাড়াও অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, দিলজিৎ দোসাঞ্জ, টাইগার শ্রফ, ঈশান খট্টর, নীতু কাপুর, তুষার কাপুরের মতো বলি সেলেবরা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
৭২তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন বলিউড (bollywood) অভিনেত্রী (actress) কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন কঙ্গনা। জাতি অথবা দেশের কোনও বিশেষ দিনে কঙ্গনা যে বিশেষ বার্তা দেবেন, এ তো স্বাভাবিক।
প্রজাতন্ত্র দিবসের সকালেই নিজস্ব ভঙ্গিতে টুইট করেছেন কঙ্গনা। তিনি মনে করেন, সংবিধান সম্পর্কে প্রত্যেক নাগরিকের অবগত থাকা প্রয়োজন। কীভাবে বহু কষ্টে স্বাধীনতা অর্জন করেছে দেশ, সে ইতিহাসও সকলকেই জানতে হবে বলে মত তাঁর।
On this Republic Day know your constitution and how you got freedom, lot of people did lot of PR and took credit also twisted our history but the deserving ones simply gave their lives they clearly couldn’t do any PR…#HappyRepublicDay2021 pic.twitter.com/zcSyu4y9fd
— Kangana Ranaut (@KanganaTeam) January 26, 2021
কঙ্গনা লিখেছেন, ‘…বহু মানুষ কৃতিত্ব নেন। ইতিহাস বিকৃত করেন। কিন্তু কৃতিত্ব আসলে যাঁদের প্রাপ্য, তাঁদেরকেই দেওয়া উচিত…।’ কঙ্গনার প্রত্যেক মন্তব্যেই বিতর্কের ইন্ধন থাকে বলে মনে করেন বলি মহলের একটা বড় অংশ। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তাতেও তিনি কটাক্ষের সুর বজায় রেখেছেন বলেই মনে করেন বিশেষজ্ঞরা। যদিও কঙ্গনা যা বলেছেন, সেই অবস্থান থেকে বিন্দুমাত্র সরতে রাজি নন তিনি।
আরও পড়ুন, ভিক্টোরিয়া পরিচ্ছন্ন করা নিয়ে উদ্যোক্তাদের অভিযুক্ত করলেন অভিনেত্রী-সাংসদ মিমি
কঙ্গনা ছাড়াও অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, দিলজিৎ দোসাঞ্জ, টাইগার শ্রফ, ঈশান খট্টর, নীতু কাপুর, তুষার কাপুরের মতো বলি সেলেবরা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন, প্রেগন্যান্সি পিরিয়ডে করিনার যোগাভ্যাস, শেয়ার করলেন ছবি