টাইগার শ্রফের সঙ্গে কাজ করতে ‘নার্ভাস’ কৃতি শ্যানন, কেন?

১১ কেজি ওজন কমিয়েছেন কৃতি। তিনি বলেছেন, “আমার জিমে যাওয়ার অভ্যাস নেই, এমনকী বাড়িতে কোনও পার্সোনাল ট্রেনারও নেই।"

টাইগার শ্রফের সঙ্গে কাজ করতে ‘নার্ভাস’ কৃতি শ্যানন, কেন?
টাইগার-কৃতি
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 6:26 PM

এই প্রথম জুটি বাঁধছেন কৃতি শ্যানন এবং টাইগার শ্রফ। ছবির নাম ‘গণপথ’। কিন্তু টাইগারের সঙ্গে কাজ করতে গিয়ে যথেষ্ট নার্ভাস কৃতি। তিনি নিজেই একথা বলেছেন। কিন্তু কৃতি নার্ভাস কেন?

‘গণপথ’ অ্যাকশনধর্মী ছবি। টাইগার নিজেও অ্যাকশন-হিরো হিসাবে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন। টাইগার থাকা মানেই ভরপুর অ্যাকশন। নতুন কায়দায় মারপিটের প্যাঁচ। ‘গণপথ’-এ কৃতিকেও অ্যাকশন করতে হবে। তাও আবার খোদ টাইগারের সঙ্গে। আর সেই কারণেই একটু নার্ভাস কৃতি। একটি সাক্ষাৎকারে কৃতি জানিয়েছেন টাইগার অ্যাকশনটা এতটাই ভাল পারেন যে তাঁর সঙ্গে অ্যাকশনের দৃশ্যে অভিনয় করাটা খুব শক্ত। সামান্য ভুল-ত্রুটি হলেই ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ১১ কেজি ওজন কমিয়েছেন। কৃতি বলেছেন, “আমার জিমে যাওয়ার অভ্যাস নেই, এমনকী বাড়িতে কোনও পার্সোনাল ট্রেনারও নেই। খুব কষ্ট করে ওজন কমিয়েছি। টাইগারের সঙ্গে অ্যাকশন করতে হবে শুনেই নার্ভাস লাগছে। সামান্য এদিক-ওদিক হলেই পুরো দৃশ্যটা নষ্ট হয়ে যাবে।তাই খুব ভয়ে আছি।”

View this post on Instagram

A post shared by Kriti (@kritisanon)

কৃতি এখন বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। তাঁর পাইপলাইনে পর পর ছবি। অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’ এবং রাজকুমার রাওয়ের সঙ্গে দিনেশ বিজনের একটি ছবি করছেন তিনি। সদ্যই বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেড়িয়া’-র শুটিং করে অরুণাচল প্রদেশ থেকে ফিরেছেন তিনি। টাইগার শ্রফের হাতেও পর পর ছবি। ‘হিরোপন্তি ২’, ‘বাগি ৪’ তাঁর ঝুলিতে।

সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই থেকে ‘গণপথ’-এর শুটিং শুরু হবে।

আরও পড়ুন: মাধুরীর প্রতি প্রকাশ্যে প্রেম নিবেদন করলেন শ্রীরাম