ভিডিয়ো: প্রথম লেখা-সুর করা গানে কী বার্তা দিলেন কুনাল?

এই মানসিক চাপের সময়ে কিছুটা আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য, প্যান্ডেমিকের সময়ে অভিনেতা একটি গান লিখে ফেললেন। একত্রিত হয়ে থাকার কথা বলছে সেই গান। শুধু লেখেননি, নিজে তা গেয়ে ভিডিয়ো পোস্ট করেছেন কুনাল।

ভিডিয়ো: প্রথম লেখা-সুর করা গানে কী বার্তা দিলেন কুনাল?
কুনাল।
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 5:59 PM

বলি সেলেবরা যতটা সম্ভব মানুষজনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ভ্যাকসিনেশন কেন্দ্রগুলি সম্পর্কে বিশদ তথ্য শেয়ার করে নেওয়া, ওষুধ-অক্সিজেন সিলিন্ডারের সঠিক খোঁজ কিংবা মাস্ক কেন পরা জরুরি তা নিয়ে বহু সেলিব্রিটি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ভিডিয়ো। বলিউডের অন্যতম অভিনেতা কুনাল খেমুও এগিয়ে এলেন মানুষের পাশে। তবে একটু অভিনব কায়দায়।

আরও পড়ুন করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল জন অভিনীত ‘সত্যমেব জয়তে-২’র রিলিজ

এই মানসিক চাপের সময়ে কিছুটা আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য, প্যান্ডেমিকের সময়ে অভিনেতা একটি গান লিখে ফেললেন। একত্রিত হয়ে থাকার কথা বলছে সেই গান। শুধু লেখেননি, নিজে তা গেয়ে ভিডিয়ো পোস্ট করেছেন কুনাল।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘ভাবনা দিয়েছে শব্দে, এবং শব্দ দিয়েছে গান। একটি বার্তা এবং কবিতায় একটি প্রচেষ্টা। সকালে তৈরি হওয়া গানটিকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এছাড়াও আমার প্রথম অরিজিনাল লেখা এবং গাওয়া গান—পোস্ট!’

View this post on Instagram

A post shared by Kunal Kemmu (@kunalkemmu)

হাতে উকুলেলে, মাথায় টুপি, পরনে সাদা টিশার্ট পরে গেয়ে ফেললেন গোটা গান। দুমিনিট চার সেকেন্ডের গানের একের পর এক শুভেচ্ছাবার্তা জানান নেটিজেন। অভিনেতা জিতেন্দ্র কুমার লিখলেন, ‘এটি সুন্দর’

গত বছর ডিজনি + হটস্টারে মুক্তিপ্রাপ্ত রসিকা দুগার বিপরীতে ‘লুটকেস’ ছবিতে কুনালকে শেষ দেখা গিয়েছিল। ‘অভয়’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে মুখ্য ভূমিকায় আবার দেখা যাবে কুনালকে। ‘মলং’ ছবিতে দিশা পাটানি, অনিল কাপুর এবং অমৃত খানভিলকারের সঙ্গে অভিনয় করেন কুনাল। অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসাও পেয়েছিলেন।

View this post on Instagram

A post shared by Kunal Kemmu (@kunalkemmu)