প্রিয় পরিচালক বনসালির জন্মদিনে কী লিখলেন মাধুরী দীক্ষিত?

মাধুরী ছাড়া ‘দেবদাস’-এ ছিলেন শাহরুখ এবং ঐশ্বর্য্য। বনসালীর ফিল্মি কেরিয়ারে অন্যতম শ্রেষ্ঠ ছবি ছিল দেবদাস।

প্রিয় পরিচালক বনসালির জন্মদিনে কী লিখলেন মাধুরী দীক্ষিত?
মাধুরী-সঞ্জয়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2021 | 6:08 PM

বলিউডের প্রবাদপ্রতিম পরিচালকের বয়স বাড়ল আরও এক বছর। আটান্নতে পা দিলেন সঞ্জয় লীলা বনসাালি। আদ্যন্ত সিনেমার মানুষ সঞ্জয়। জন্মদিনটাও সিনেমার মধ্যেই কাটাতে চান। গতকালই ঘোষণা করেছিলেন, জন্মদিনে একটা সারপ্রাইজ দেবেন দর্শককে। তা-ই জন্মদিনে মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-এর টিজার।

 

 

 

 

অদিতি হায়দারি।

 

 

আজ তাঁর জন্মদিনে বলিউড সেবেলদের পোস্টে ধেয়ে আসছে তাঁর জন্মদিনের শুভেচ্ছাাবার্তা। আজ থেকে উনিশ বছর আগে রিলিজ করেছিল বনসালি পরিচালিত ‘দেবদাস’। ছবির ‘চন্দ্রমূখী’ অর্থাৎ মাধুরী দীক্ষিত এক মিষ্টি নোট লিখে পোস্ট করলেন প্রিয় পরিচালকের জন্য জন্মদিনের শুভেচ্ছাবার্তা।

মাধুরী লিখলেন, “আপনার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই, সঞ্জয় লীলা বনসালী। ‘দেবদাস’-এ আপনার সঙ্গে কাজ করা অভিজ্ঞতা ভীষণ আনন্দের এবং মজার ছিল। আশা রাখি আপনি এ বছরেও সিনেম্যাটিক দৃষ্টান্ত বজায় রাখতে পারবেন।”

 

 

 

মাধুরী ছাড়া ‘দেবদাস’-এ ছিলেন শাহরুখ এবং ঐশ্বর্য্য। বনসালির ফিল্মি কেরিয়ারে অন্যতম শ্রেষ্ঠ ছবি ছিল দেবদাস।

অন্যদিকে অদিতি রাও হায়দারি যিনি দীপিকা-রণবীরের সঙ্গে বনসালি পরিচালিত ‘পদ্মাবত’-এ অভিনয় করেছিলেন, তিনিও একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে লেকেন, ‘হ্যাপি বার্থডে আমার প্রিয় সঞ্জয় স্যর। আপনার ফিল্মের মতো চিরকালের সুন্দর হোক এ বছর। বিগেস্ট হাগ’

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)