Viral Video: বিচ্ছেদ! মালাইকা-অর্জুনের এই ভিডিয়ো সামনে আসতেই চমকে গেলেন সকলে
Malaika-Arjun: সব মিলিয়ে বেজায় মন খারাপ ছিল ভক্তদের। তবে কী পথ আলাদা হল জুটির? উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে এবার এক ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুশির হাওয়া।
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, বেশকিছুদিন ধরে সম্পর্কের জেরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। টানা পাঁচ বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন জুটি। তা নিয়েই বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহলে চর্চা ছিল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় একাধিক ছবি থেকে ভিডিয়ো। কখনও অর্জুন কাপুরের জন্মদিন পার্টিতে দেখা মিলছে না মালাইকা আরোরার, কখনও আবার ভ্যাকেশন ট্রিপে কিংবা ছাদপার্টিতে দেখা মিলছে না অর্জুন কাপুরের। সব মিলিয়ে বেজায় মন খারাপ ছিল ভক্তদের। তবে কী পথ আলাদা হল জুটির? উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে এবার এক ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুশির হাওয়া।
সদ্য দেখা গেল বিমানবন্দরে মালাইকা আরোরা ও অর্জুন কাপুরকে এক সঙ্গে উপস্থিত হতে। যদিও ভিডিয়োতে দুজনকে একফ্রেমে একবারও দেখা যায়নি। তবে এই ভিডিয়ো ভাইরাল হতেই খুশির হাওয়া ভক্তমনে। সকলেই শুভেচ্ছা জানালেন জুটিকে। কেউ কেউ অনুরোধ করলেন যেন তাঁরা বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত না নেন। তবে তাতে খুব একটা আদপে খুশি হওয়ার মতো কিছু আছে কি না, তা জানা নেই কারও।
View this post on Instagram
কারণ জুটিকে যেহেতু পাশাপাশি দেখা যায়নি, তা এটা স্পষ্ট নয় যে তাঁরা এক সঙ্গে বেরিয়েছেন কি না, অন্যদিকে এও প্রশ্ন উঠেছে যে তাঁদের নিয়ে যে নয়া জল্পনা রটেছে তা কি আদপে সত্যি? কারণ অর্জুন মালাইকা একসঙ্গে মোটেও পোজ দেননি। পাশাপাশি কেউ কারও বিষয় সম্প্রতিতে মন্তব্যও করেননি, ফলে এই সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায়।