চরিত্র নিয়ে কাঁটাছেড়া! রণজয়ের মন খারাপে পাশে দাঁড়ালেন কোন নায়িকা?
Ranojoy-Sohini: এক লম্বা বিবৃতি দিয়েছেন রণজয়। যার সারমর্ম যে বার যারা তাঁর নামে নানা অভিযোগ এনেছেন, রণজয়ের দাবি তা মিথ্যে এবং তিনি এ সবেরই আইনি জবাব দেবেন।
দিন কয়েয আগেই প্রকাশ্যে এসেছে অভিনেতা রণজয় বিষ্ণুর প্রেমিকার তালিকা। যার মধ্যে বেশ কিছু প্রেমিকার আবার সরাসরি যোগাযোগ রয়েছে টলিপাড়ার সঙ্গে। নাম প্রকাশ পেতেই বেজায় অস্বস্তিতে অভিনেতা। জানিয়েছেন তিনি ব্যথিত ও মর্মাহত। এ নিয়ে যখন সামাজিক মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা ঠিক তখনই টলিউড থেকে রণজয় পাশে পেলেন এমন একজনকে অতীতে যার সঙ্গে রণজয়ের নাম জড়িয়ে চলেছে চর্চা। তিনি আর কেউ নন রণজয়ের অনস্ক্রিন বোন মিশমি দাস।
এক লম্বা বিবৃতি দিয়েছেন রণজয়। যার সারমর্ম যে বার যারা তাঁর নামে নানা অভিযোগ এনেছেন, রণজয়ের দাবি তা মিথ্যে এবং তিনি এ সবেরই আইনি জবাব দেবেন। তিনি লেখেন, ” আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স,এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত।তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনী পথেই দেবো।এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তিস্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুন্ন করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।”
View this post on Instagram
রণজয়ের ওই পোস্টের তলাতেই মিশমি লেখেন, “তোমার জন্য অনেক ক্ষমতা তোলা রইল।” শুধু মিশমি নন পাশে দাঁড়িয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়ের মতো চেনামুখও। বছর দুয়েক আগেও সোহিনী সরকারের সঙ্গে প্রেম ছিল রণজয়ের। তবে সেই প্রেম ভেঙে যায়। কিছু দিন আগে তাঁর নামে একাধিক অভিযোগ আনেন প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহ ঠাকুরতা। টিভিনাইন বাংলার কাছে রণজয়কে নিয়ে বিস্ফোরক কিছু কথাও শেয়ার করেন সোহিনী নিজেও। তাঁর আর এক প্রাক্তন প্রিয়াঙ্কা মন্ডলও বেশ কিছু অভিযোগ আনেন রণজয়কে নিয়ে। আগামী দিনে রণজয় কী করেন এখন সেটাই দেখার।