হ্যাটট্রিক ট্রেলারে বাজিমাত মার্ভেলের, ওটিটিতে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স’-এর চরিত্ররা

আজ, শুক্রবার তাদের বহু-প্রতীক্ষিত 'অ্যাভেঞ্জার্স সিরিজ'-এর পরবর্তী কয়েকটি ছবির ট্রেলার রিলিজ করল।

হ্যাটট্রিক ট্রেলারে বাজিমাত মার্ভেলের, ওটিটিতে ফিরছে 'অ্যাভেঞ্জার্স'-এর চরিত্ররা
সংগৃহীত
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2020 | 3:30 PM

TV9 বাংলা ডিজিটাল : ‘মার্ভেল’ ভক্তদের জন্য সুখবর। মার্ভেল আজ, শুক্রবার তাদের বহু-প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স সিরিজ’-এর পরবর্তী কয়েকটি ছবির ট্রেলার রিলিজ করল। এক, লোকি। দুই, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার। তিন, ওয়ান্ডা ভিশন।  প্রতিটি ট্রেলার দেখে আবারও যেন ‘লুপ’-এ বাজতে শুরু করেছে অ্যাভেঞ্জার্সের থিম মিউজিক।

“গ্লোরিয়াস লোকি” –
প্রথমেই আসি, ‘লোকি’-তে। অ্যাসগার্ডিয়ান গড। অপকর্মের ভাণ্ডার। কিন্তু এই রহস্যময় চরিত্রও কোথাও যেন দর্শকদের কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠেছে। টম হিডলস্টনের দুর্দান্ত অভিনয় এতে যোগ করেছে আলাদা মাত্রা। লোকিকে দেখলেই মনে হয়, এই বুঝি সে কোনও নতুন কাণ্ড ঘটালো। এই ট্রেলার দেখে অন্তত এটুকু পরিস্কার যে, “অ্যাভেঞ্জার্স: এন্ডগেম” থেকে লোকি পৌঁছে গিয়েছে এক নতুন জায়গায়। “অ্যাভেঞ্জার্স: এন্ডগেম”-এ লোকি যখন বন্দি, তখন হঠাৎ তাঁর নজর যায় অ্যাভেঞ্জার্স স্পেস স্টোনের দিকে। ব্যস, একনিমেষে ভ্যানিশ লোকি। লোকি কোথায় গেল, কী হল? এবার তা দেখবে দর্শক। নতুন অবতারে, নয়া চমক নিয়ে ২০২১ সালের মে মাসে আসছে “লোকি”।

 

 

“আমরা এক অস্বাভাবিক দম্পতি” –
এবার আসি, “ওয়ান্ডাভিশন”-এ। মার্ভেল স্টুডিওর এই অরিজিনাল সিরিজ আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ডিজনি + হটস্টারে দেখানো হবে। ওয়ান্ডা / স্কারলেট উইচ এবং ভিশনকে আবার দেখা যাবে অন্য অবতারে। গল্পের পরতে-পরতে জড়িয়ে রয়েছে আলাদা-আলাদা প্লট, ট্রেলারে যার ইঙ্গিত রয়েছে। ধ্বংস থেকে অনেক দূরে এ এক অন্য জায়গা। যেখানে তারা দু’জন শান্তিতে দাম্পত্যজীবন কাটানোর চেষ্টা করছে। সেই শান্তি কী ক্ষণিকের? উত্তর দেবে ওয়ান্ডাভিশন।

 

 

“এই শিল্ডের উত্তরাধিকারী জটিল” –
“দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার”-এর কথা আসলে বন্ধুত্বের কথা আসবেই। “অ্যাভেঞ্জার্স: এন্ডগেম”- এর শেষে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা আমেরিকার ম্যান্টেল পেরিয়ে স্যাম উইলসনের কাছে যাচ্ছিলেন। স্টিভ রজার্সের সেরা দুই বন্ধু স্যাম উইলসন (দ্য ফ্যালকন) এবং বকি বার্নস (উইন্টার সোলজার) এবার ক্যাপ্টেন আমেরিকার দায়িত্বে। অ্যান্টনি ম্যাকি এবং সেবাস্তিয়ান স্ট্যান ছাড়াও এই সিরিজটিতে বেশ কয়েকটি চরিত্রের প্রত্যাবর্তনও দেখা যাবে। এই অরিজিনাল সিরিজটি ২০২১ সালের ১৯মার্চ থেকে ডিজনি + হটস্টারে দেখানো হবে।