কাকে নিয়ে এমন ‘পাগলামো’ মিমি-র? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন নায়িকা
মিমি সুন্দরী নায়িকা। তাঁকে নিয়ে পাগলামোই স্বাভাবিক। পাগলামো হয়ও। কিন্তু নায়িকা আবার কাকে নিয়ে পাগলামো শুরু করলেন?
নায়িকার ব্যক্তিগত জীবন যেন এখন খোলা খাতা। ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ সবই এখন মিমি চক্রবর্তী তাঁর ফ্যানদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন তাঁর আদরের কুকুর ‘চিকু’ ক্যান্সার আক্রান্ত। তিনি যে কত কষ্টে আছেন তাও তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। সদ্যই মিমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “আমার পাগলামো”! কাকে নিয়ে নায়িকার এই পাগলোমা?
মিমি সুন্দরী নায়িকা। তাঁকে নিয়ে পাগলামোই স্বাভাবিক। পাগলামো হয়ও। কিন্তু নায়িকা আবার কাকে নিয়ে পাগলামো শুরু করলেন? মিমি চক্রবর্তীকে যাঁরা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তাঁরা জানেন, মা–বাবার পরে অভিনেত্রীর জীবনের বাকি অংশ জুড়ে রয়েছে তাঁর দুই ছেলে। দুই পোষ্য চিকু এবং ম্যাক্স। চিকু আট বছরের ল্যাব্রাডর আর ম্যাক্স চার বছরের সাইবেরিয়ান হাস্কি। এই ম্যাক্সকে জড়িয়ে ধরে ছবি দিয়েই মিমি লিখেছেন, “আমার পাগলামো।”
View this post on Instagram
কিন্তু তাঁর চিকু কেমন আছেন? কিছুদিন আগেই চিকুর সঙ্গে নিজের একটি ভিডিয়ো শেয়ার করে চিকুর বয়ানে মিমি লিখেছিলেন, ‘চিকু বলছে, আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি ভাল হয়ে যাব।’ আপাতত পোষ্য ভাল আছে, তা মিমির স্বস্তির কারণ।
View this post on Instagram
রাজ্যজুড়ে ভোট চলছে। নির্বাচনী প্রচারে ব্যস্ত এখন মিমি। তারমধ্যেই চলছে চিকুর চিকিৎসা। আর ম্যাকসকে নিয়ে পাগলামো। আপাতত কোনও ছবি করছেন না তিনি। জিৎ-এর সঙ্গে তাঁর প্রথম ছবি ‘বাজি’ মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন :‘কৌশানী, ভদ্রমহিলা হন’ রূপার পরামর্শ, শ্রীলেখার কটাক্ষ ‘উন্নয়নের ভাষা’