‘মাস্টার’-এর হিন্দি রিমেকে থাকছেন ভাইজান?

'মাস্টার’ টিম বর্তমানে স্ক্রিপ্টটি পুনরায় লেখার জন্য কাজ করছে। হিন্দি ছবির রানটাইমের সামঞ্জস্য রাখার জন্য এডিটিংয়ের কাজও চালাচ্ছে টিম।”

'মাস্টার'-এর হিন্দি রিমেকে থাকছেন ভাইজান?
সলমন-বিজয়।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 5:10 PM

চলতি বছর ১৩ জানুয়ারি বিজয় সেতুপতি এবং বিজয় অভিনীত ‘মাস্টার’ ছবিটি রিলিজ করে। দুই তাবড় অভিনেতার অভিনয়দক্ষতা নিয়ে কম কথা হয়নি সে সময়ে। সূত্রের খবর, লোকেশ কনগরাজ পরিচালিত তামিল ছবির হিন্দি রিমেক হতে চলেছে। পরিচালক ‘কবির সিং’ খ্যাত পরিচালক মুরাদ খেতানি এবং প্রযোজনা সংস্থা এন্ডেমল শাইন।

শোনা যাচ্ছে, মুরাদ এবং তাঁর টিমের প্ল্যান যে বলিউডের দুই বড় তারকার সঙ্গে এই নতুন কাজে হাত দেবেন। এবং এও খবর যে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সলমন খানকে। বিজয়ের চরিত্রে দেখা যাতে পারে ভাইজানকে।

 

 

গত এক মাসে মুরাদ এবং প্রযোজনা সংস্থা এন্ডেমল শাইন একাধিকবার সলমন খানের সঙ্গে আলোচনা করেন। সলমনের ছবির কনসেপ্ট পছন্দ হয়েছে এবং তিনি আগ্রহ প্রকাশও করেছেন। সূত্র জানিয়েছে, “তিনি নিয়ে মাস্টার টিমেকে একটি পূর্ণ হিন্দি স্ক্রিপ্ট নিয়ে আসতে বলেছে। কারণ তামিল কাহিনীর মূলের অনেক উপাদান বলিউড দর্শকদের কাছে তুলে ধরার জন্য কিছু বদলেরও প্রয়োজন।”

 

 

View this post on Instagram

 

A post shared by Master movie (@master_movie_officeal)

 

সূত্রের আরও খবর যে নির্মাতাদের মতে ‘মাস্টার’-এর ভূমিকায় সলমনের ব্যক্তিত্ব এবং গ্ল্যামার সবচেয়ে উপযুক্ত। তবে গোটা আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হিন্দি চিত্রনাট্যের বিবরণ শোনার পরে সলমান সিদ্ধান্ত নেবেন যে তিনি ফিল্মের এর অংশ হবেন কি না। সূত্র আরও জানান, “মাস্টার’ টিম বর্তমানে স্ক্রিপ্টটি পুনরায় লেখার জন্য কাজ করছে। হিন্দি ছবির রানটাইমের সামঞ্জস্য রাখার জন্য এডিটিংয়ের কাজও চালাচ্ছে টিম।”