‘স্কলারশিপ পেয়েও ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরার সামনে জয়া মা….’, মুখ খুললেন কঙ্গনা

কঙ্গনা জানান, ওই গান শুটের সময় স্কলারশিপ পেয়েও জয়ললিতার পড়াশোনা না চালাতে পারার যন্ত্রণার কথা বারবার মনে পড়ছে তাঁর।খারাপও লাগছে। যদিও গানটি নিয়ে নেটমাধ্যমে মিলেছে মিশ্র  প্রতিক্রিয়া। কেউ কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। আবার কারও মতে কঙ্গনার এক্সপ্রেশন ‘মাঝারি’।

‘স্কলারশিপ পেয়েও ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরার সামনে জয়া মা....’, মুখ খুললেন কঙ্গনা
বাঁ দিকে জয়ললিতা এবং ডান দিকে আম্মার লুকে কঙ্গনা।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 6:08 PM

ইচ্ছে ছিল না। বাধ্য হয়েই মাত্র ১৬ বছর বয়সে ক্যামেরা সামনে দাঁড়াতে হয়েছিল তাঁকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সম্পর্কে এমনই নানা অজানা কথা শেয়ার করলেন কঙ্গনা রানাওয়াত।

জয়ললিতার জীবন নিয়ে ছবি ‘থালাইভি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। সেই ছবির গান ‘চলি চলি’ মুক্তি পেয়েছে শুক্রবার।প্রসঙ্গত, জয়ললিতাও তাঁর ব্যক্তিগত জীবনে অনুরূপ গান দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেই গান প্রসঙ্গেই কঙ্গনা বলেন, “জয়া মা যখন এই গান শুট করেন তখন তাঁর বয়স মাত্র ষোলো। ওই প্রথম বার নিজের ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। দাঁড়াতে বাধ্য হয়েছিলেন কারণ পরিবারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে।”


কঙ্গনা জানান, ওই গান শুটের সময় স্কলারশিপ পেয়েও জয়ললিতার পড়াশোনা না চালাতে পারার যন্ত্রণার কথা বারবার মনে পড়ছে তাঁর।খারাপও লাগছে। যদিও গানটি নিয়ে নেটমাধ্যমে মিলেছে মিশ্র  প্রতিক্রিয়া। কেউ কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। আবার কারও মতে কঙ্গনার এক্সপ্রেশন ‘মাঝারি’।

এই ছবির জন্য কম কষ্ট করতে হয়নি কঙ্গনাকে। কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ট্রেলারেও মিলেছে বিস্তর প্রশংসা। সেলেব থেকে সাধারণ– কঙ্গনার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও। আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

 

&nbsp