‘তনু ওয়েডস মনু’তে এই নায়িকাকে শেষ মুহূর্তে ‘রিপ্লেস’ করেছিলেন কঙ্গনা

নেপোটিজম-ফেভারিটিজম নিয়ে সবচেয়ে বেশি সওয়াল করা অভিনেত্রী কঙ্গনা রানাউতের দিকেই এ বার অভিযোগের তীর।

'তনু ওয়েডস মনু'তে এই নায়িকাকে শেষ মুহূর্তে 'রিপ্লেস' করেছিলেন কঙ্গনা
কঙ্গনা-মাধবন।
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 5:18 PM

নেপোটিজম-ফেভারিটিজম নিয়ে সবচেয়ে বেশি সওয়াল করা অভিনেত্রী কঙ্গনা রানাউতের দিকেই এ বার অভিযোগের তীর। ফেভারিটিজমের জেরেই নাকি তিনি রিপ্লেস করেছিলেন এক অভিনেত্রীকে। সইসাবুদ হয়ে যাওয়ার পরেও একেবারে শেষ মুহূর্তে ছাঁটাই করা হয়েছিল সেই অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা প্রকাশ্যে আনলেন ওই অভিনেত্রী।

কঙ্গনার কারণে যে অভিনেত্রীর কাজ হাতছাড়া হয়েছিল তিনি হলেন, ‘গরম মশলা’, ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’ খ্যাত নিতু চন্দ্র। সাক্ষাৎকারে নিতু জানিয়েছেন ছবিটির নায়ক মাধবন নাকি চেয়েছিলেন তিনি নন, বিপরীতে থাকুক কঙ্গনাই। আর তাঁর সুপারিশেই নাকি নেওয়া হয়েছিল কঙ্গনাকে। নিতু আরও জানিয়েছেন, এখানেই শেষ নয়, তাঁর আরও দুই ছবিও নাকি শুট হয়েও মুক্তি পায়নি। এ ভাবেই বলিউডে পাকা জায়গা বারেবারেই হাতছাড়া হয়েছে তাঁর।

আনন্দ এল রাই পরিচালিত তনু ওয়েডস মনু মুক্তি পেয়েছিল ২০১১তে। মুখ্য ভূমিকায় ছিলেন মাধবন এবং কঙ্গনা রানাউত। বক্স অফিসে সুপারহিট হয়েছিল ছবিটি। কঙ্গনার অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে। পার্ট ওয়ানের সাফল্যের পর ঠিক চার বছর পর ২০১৫ সালে ‘তনু ওয়েডস মনু’-র সিকুয়াল তৈরি হয়। প্রথম পর্বের মতো সেই ছবি হিট না হলেও এই ছবিতেও কঙ্গনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ছবির গানগুলোও বেশ হিট হয়েছিল।