মনিকর্ণিকা রিটার্নস : কঙ্গনা রানাওয়াত এবার কাশ্মীরের রানি দিদ্দা

কঙ্গনা রানাওয়াত এবার কাশ্মীরের রানি দিদ্দার ভূমিকায় অভিনয় করবেন ‘মনিকর্ণিকা রিটার্নস’-এ। ইন্ডাস্ট্রি সূত্রের খবর,গত সপ্তাহেই কঙ্গনা এবং প্রযোজক কমল জৈন মিটিং করেছেন ‘মনিকর্ণিকা রিটার্নস’ নিয়ে।

মনিকর্ণিকা রিটার্নস : কঙ্গনা রানাওয়াত এবার কাশ্মীরের রানি দিদ্দা
কঙ্গনা রানাওয়াত
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 6:23 PM

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)এবার কাশ্মীরের রানি দিদ্দার ভূমিকায় অভিনয় করবেন ‘মনিকর্ণিকা রিটার্নস’এ। ইন্ডাস্ট্রি সূত্রের খবর,গত সপ্তাহেই কঙ্গনা এবং প্রযোজক কমল জৈন মিটিং করেছেন ‘মনিকর্ণিকা রিটার্নস’ নিয়ে। দু’জনেরই স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। তবে অভিনয়ের পাশাপশি কঙ্গনা পরিচালনাও করবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

প্রথম ‘মনিকর্ণিকা’ ছিল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈকে নিয়ে। ‘মনিকর্ণিকা রিটার্নস’ তৈরি হবে কাশ্মীরের রানি দিদ্দার গল্প নিয়ে। রানি দিদ্দার একটি পা ছিল পোলিও আক্রান্ত। তবু তিনি ছিলেন লড়াকু মহিলা। বীরঙ্গনা। তিনি মেহমুদ গাজনবিকে দু’বার যুদ্ধে পরাজিত করেছিলেন। এবার সেই বীরঙ্গনা রানি দিদ্দার ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা। শোনা যাচ্ছে আরও বড় ক্যানভাসে, আরও বড় স্কেলে তৈরি হবে ‘মনিকর্ণিকা রিটার্নস’। যে কোনও ‘ওয়ার্ল্ড ক্লাস’ ছবিকে রীতিমত টক্কর দেবে এই ছবি। সবকিছু ঠিকঠাক চললে জানুয়ারি ২০২২ থেকে ছবির শুটিং শুরু হবে।

আরও পড়ুন :সুপার-হিরো এবং সুপার-ভিলেন দ্বৈত চরিত্রে এবার হৃতিক রোশন!

কঙ্গনা এই মুহূর্তে ভোপালে শুট করছেন। ছবির নাম ‘ধাকড়’। এই ছবিতে একজন স্পাই এজেন্টের ভূমিকায় তিনি অভিনয় করছেন। খুব শীঘ্রই জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তেও তাঁকে দেখা যাবে।