২৫০ কোটির ছবির বাজেট! অভিনয়ে হৃতিক-দীপিকা
হৃতিকের চরিত্র নিয়ে খবর শোনা গেলেও, ছবিতে দীপিকার চরিত্র নিয়ে খুব বেশি খোলসা করা হয়নি।
‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তৃতীয় ছবির পরিকল্পনা ছিল। হৃতিক তাঁর জন্মদিনে সে ছবির ঘোষণা। ছবির নাম ‘ফাইটার’। হৃতিকের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এই প্রথম দীপিকা আর হৃতিককে এক ছবিতে দেখা যাবে। ছবির বিষয়বস্তু ফাইটার জেট প্লেন। ছবি সংক্রান্ত আরেক খবরে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
ছবির বাজেট ২৫০ কোটি!
সূত্রের খবর, “সিদ্ধার্থ (পরিচালক) এবং হৃতিক বেশ কয়েক বছর ধরে ছবিটি তৈরি করার প্ল্যানে ছিলেন।‘ওয়ার’ ছবি করার আগে ঠিক ছিল ‘ফাইটার’। বেশ বড়সড় বাজেটের অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলছে। হৃতিক এই প্রথমবার একজন বায়ূসেনার পাইলটের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। সিদ্ধার্থ যে ভাবে গল্প বুনেছেন তাতে রয়েছে সত্যিকারের ফাইটিং সিকোয়েন্স, মারপিট, জাতীয়তাবাদ, রোমান্স, অনুভূতির মিশ্রণ। ছবির বাজেট ২৫০ কোটি। এবং এ কারণেই ‘ফাইটার’ হতে চলেছে এখনও অবধি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি।”
হৃতিকের চরিত্র নিয়ে খবর শোনা গেলেও, ছবিতে দীপিকার চরিত্র নিয়ে খুব বেশি খোলসা করা হয়নি।
আপাতত ছবির পরিচালক সিদ্ধার্থ শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সে ছবিতে জন আব্রাহাম রয়েছেন ভিলেন চরিত্রে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ছবির শুটিং। শেষ হলে ইয়াশ রাজ স্টুডিও, মুম্বইতে হবে শুটিং। জুন মাসের মধ্যে শেষ করতে হবে ‘পাঠান’ ছবির শুটিং। কারণ ঠিক তারপর শুরু হবে ‘ফাইটার’-এর শুটিং। সব ঠিকঠাক চললে ৩০ সেপ্টেম্বর ২০২২-এ রিলিজ করবে ‘ফাইটার’।