আর মাত্র ৯ দিন, তারপরই বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ ধাওয়ান

গত বছর কোভিড কারণে বেশ কয়েক বলিউডি নামজাদা কাপলের বিয়ে আটকে গিয়েছে। ২০২১-এ পিছিয়ে এসেছেন অনেকে। তবে বছর শুরুতেই এক সুখবরে ভাসল বলিউড।

আর মাত্র ৯ দিন, তারপরই বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ ধাওয়ান
বরুণ-নাতাশা।
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 3:52 PM

খবর এসেছিল, বরুণ ধাওয়ান (Varun Dhawan) এ মাসেই বিয়ে সারবেন। কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি আলিবাগে পাড়ি দিয়েছেন। সেখানে পৌঁছে ফাইভ-স্টার হোটেল বুক করার প্ল্যানিং করবেন বরুণ। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন তিনি। সূত্রের খবর, “একটা বড়সড় পাঞ্চাবি বিয়ে হতে চলেছে। তবে সীমাবদ্ধ থাকবে আমন্ত্রিতদের সংখ্যা। প্রায় ২০০ জনের এক তালিকা তৈরি হয়েছে।

আরও পড়ুন বাবা বলতেন তিনি ব্যবসায়ী: কাইফি আজমির জন্মদিনে বললেন শাবনা আজমি

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

এ খবরের ঠিক দুদিন বাদেই এল এক নতুন খবর। আগামী ২৪ তারিখে সাত পাকে বাঁধা পড়ছেন বরুণ ধাওয়ান। বরুণের মা-বাবা ই-আমন্ত্রণ পাঠিয়ে দিয়েছেন এবং ২২-২৫ জানুয়ারি অবধি ডেট সব ব্লক করতে বলেও দিয়েছেন আমন্ত্রিতদের। ২২ এবং ২৩ তারিখ হবে সঙ্গীত এবং মেসেন্দির উৎসব। আমন্ত্রণ পেয়ে ধাওয়ান পরিবার ঘনিষ্ট বলেন, “আমি সবেমাত্র ই-ইনভাইট পেয়েছি। এবং খুশি যে শেষমেশ ওদের বিয়ে হচ্ছে। আপনারা হয়তো বি-টাউনের বহু মানুষজনকেই এই বড়সড় পাঞ্চাবি বিয়েতে দেখতে পাবেন।”

গত বছর কোভিড কারণে বেশ কয়েক বলিউডি নামজাদা কাপলের বিয়ে আটকে গিয়েছে। ২০২১-এ পিছিয়ে এসেছেন অনেকে। তবে বছর শুরুতেই এক সুখবরে ভাসল বলিউড।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানান, “সবাই আমাকে বিয়ে ব্যাপারে জিজ্ঞেস করছে, তবে এখনও কিছউই ঠিক হয়নি। চারিদিকে যা হচ্ছে তা সবই অনিশ্চিত। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো এ বছর কিছু হতে পারে।”