নেহার কান্না নাকি পুরোটাই অভিনয়! চরম ট্রোলের জবাবে মুখ খুললেন গায়িকা
Neha Kakkar: নেটপাড়ার কাছে তাঁর এই পুরো আর্জিটাই ছিল অভিনয়। একশ্রেণি তাঁকে চরম অপমান করে বসেন। এবার সেই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, নেহা তাঁর সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের উদ্দেশে এক মন্তব্য করে বসেন। সেখানে লেখা...

বিদেশের মাটিতে গিয়ে এ কোন পরিস্থিতিতে পড়তে হল নেহা কক্করকে? মঞ্চে উঠেই কেঁদে ভাসায়ে গত কয়েকদিনে চরম ট্রোল্ড হয়েছেন গায়িকা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছিল নেহা কক্ককরের কনসার্ট। আর সেখানে উপস্থিত হতেই তাঁর সময় লেগে গেল টানা ৩ ঘণ্টা। এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন গায়িকা। বিষয়টা নিজেই মেনে নিতে পারেননি তিনি। তাই মঞ্চে উঠেই কেঁদে ফেলেছিলেন। চেয়েছিলেন ক্ষমাও। প্রকাশ্যে বলেছিলেন, ‘আপনারা সত্যিই ভাল। তোমার অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যেটা আমার সবসময় মনে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। আমি নিশ্চিত করব যে আপনারা সকলেই এই শো ভীষণভাবে উপভোগ করবেন।’
যদিও নেটপাড়ার কাছে তাঁর এই পুরো আর্জিটাই ছিল অভিনয়। একশ্রেণি তাঁকে চরম অপমান করে বসেন। এবার সেই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, নেহা তাঁর সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের উদ্দেশে এক মন্তব্য করে বসেন। সেখানে লেখা– সত্যির জন্যে অপেক্ষা করুন। আমায় এভাবে বিচার করার জন্যে আক্ষেপ করবেন।
তবে সময়ের অপেক্ষা করা করে সবটা খোলসা করে বসেন নেহার ভাই টনি কক্কর। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সামনে আনেন, নেহাকে যাঁরা অতিথি করে নিয়ে যাচ্ছিলেন, সমস্ত আয়োজন তাঁদের করা উচিত। কিন্তু কেউ যদি বিমানবন্দরে পৌঁছে দেখেন, কোনও আয়োজনই নেই, টিকিট থেকে হোটেল, তাহলে তিনি কী করবেন? তুলেছেন প্রশ্ন।





