বচ্চন পাণ্ডে : ‘নিউ লুকে’ অক্ষয় কুমার!

অক্ষয় কুমার ওঁর নতুন ছবি ‘বচ্চন পাণ্ডে’-র শুটিং শুরু করেছেন। ছবিতে একেবারে অন্য লুকে অক্ষয় কুমারকে দেখা যাবে। মাথায় লাল রঙের ফেট্টি বাঁধা, গলায় বেশ কয়েকটা মোটা সোনার চেন, বুকখোলা ডেনিম কুর্তা--সব মিলিয়ে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক।

বচ্চন পাণ্ডে : ‘নিউ লুকে’ অক্ষয় কুমার!
অক্ষয় কুমার
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 6:05 PM

অক্ষয় কুমার(Akshay Kumar) ওঁর নতুন ছবি ‘বচ্চন পাণ্ডে’র শুটিং শুরু করেছেন। ছবিতে একেবারে অন্য লুকে অক্ষয় কুমারকে দেখা যাবে। কেমন দেখতে লাগবে তাঁকে? টুইটারে নিজের লুকের ছবি পোস্ট করেছেন অক্ষয় নিজেই। সত্যি এমন লুকে আগে কখনও দেখা যায়নি তাঁকে। মাথায় লাল রঙের ফেট্টি বাঁধা, গলায় বেশ কয়েকটা মোটা সোনার চেন, বুকখোলা ডেনিম কুর্তাসব মিলিয়ে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক। ছবি পোস্ট করে অক্ষয় টুইট করেছেন “ নতুন বছর, পুরনো অ্যাসোসিয়েশন, ‘বচ্চন পাণ্ডে’র শুটিং শুরু হল। সাজিদ নাদিওয়ালার সঙ্গে আমার দশমতম ছবি, আশা করি আরও ছবি করব। আপনাদের শুভেচ্ছা চাই, নিউ লুকে কেমন লাগছে সেটাও জানাবেন।”

বচ্চন পাণ্ডে’ তে অক্ষয় কুমার ছাড়াও আছেন কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠি,প্রতীক বব্বর এবং আরও অনেকে। ছবিতে অক্ষয় কুমার একজন গ্যাংস্টার এবং কৃতি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। এই মুহূর্তে বচ্চন পাণ্ডে’র গোটা টিম রাজস্থানে শুটিং করছে।

আরও পড়ুন :ডাক্তার দেখিয়ে বেড়িয়ে এলেন বিরুষ্কা! দেখুন ভিডিয়ো

শুটিংয়ে করতে করতে অক্ষয় কুমারের একটা লুকনো গুণ আবিষ্কার করেছেন আরশাদ। অক্ষয় শুধুমাত্র ভাল অভিনেতা নন, উনি একজন দারুণ ফটোগ্রাফারও বটে। শুটিংয়ের সময় নিজের মোবাইল ফোনে আরশাদের প্রচুর ছবি তুলে দিয়েছেন তিনি। অক্ষয়ের তুলে দেওয়া নিজের ছবি টুইটারে পোস্ট করে আরশাদ লিখেছেন “ বিশ্বাস করুন বা না করুন,এই দারুণ ছবিগুলো নিজের মোবাইল ফোনে তুলে দিয়েছেন সুপারট্যালেন্টেড মানুষ অক্ষয় কুমার….ধন্যবাদ গুরুজি।”