ফিট থাকলেই হিট! ভিডিও পোস্ট করে বার্তা দিলেন কঙ্গনা

শুধু অভিনয় নয়। বিভিন্ন কারণে প্রায়শই শিরোনামে থাকেন কঙ্গনা।

ফিট থাকলেই হিট! ভিডিও পোস্ট করে বার্তা দিলেন কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত।
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 6:09 PM

ফিট তাই হিট। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই কথাটা খুব প্রচলিত। পেশার স্বার্থেই ওজন নিয়ন্ত্রণে রেখে ফিট থাকতে হয় নায়ক-নায়িকাদের। কীভাবে তাঁরা ফিটনেস বজায় রাখেন, তা ছবি বা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রায়শই শেয়ার করেন। এবার সেই তালিকায় যোগ হল বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) নাম।

লকডাউনের পুরো সময়টাতেই মানালিতে নিজের পরিবারের সঙ্গে ছিলেন কঙ্গনা। দিন কয়েক আগে মুম্বই ফিরেছেন তিনি। শুরু করেছেন পুরনো রুটিন। ওয়ার্কআউটের পুরনো মেজাজে ফ্রেমবন্দি হলেন নায়িকা। সেই ভিডিও সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন কঙ্গনা।

শুধু নিজে ফিট থাকা নয়, সকলকে ফিট থাকারও পরামর্শ দিয়েছেন কঙ্গনা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সকাল বেলার ফিটনেস রুটিন। জীবনে একটা জিনিস মনে রাখবেন, যে ফিট, সেই হিট। শরীরের সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করবেন না। অস্বাস্থ্যকর অভ্যেস থেকে দূরে থাকুন। ভাল মানুষদের সঙ্গে থাকুন। যদি তাঁদের শারীরিক ভাবে সাহচর্য না পান, তাহলে বই পড়ে শিক্ষা নিন।’

আরও পড়ুন, মিথিলা এবার ‘রাজনীতিবিদ’, কিন্তু কোথায়?

শুধু অভিনয় নয়। বিভিন্ন কারণে প্রায়শই শিরোনামে থাকেন কঙ্গনা। তাঁর ফিটনেস ভিডিওর মাধ্যমেও তিনি নিন্দুকদেরই বার্তা দিতে চাইলেন বলে মনে করছেন অনুরাগীদের একটা বড় অংশ।

আরও পড়ুন, ‘ভুতু’, ‘পটল’-এর পর ফের ‘মা’ হলেন অনিন্দিতা