‘ভাগ্যবান’ অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝে নিমরত বললেন…
নিমরত কৌর এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, 'দশভি' ছবিতে অভিনয়ের পর থেকেই নাকি তাঁদর সম্পর্কের শুরু। যদিও এখনও এই প্রসঙ্গে কোনও কথা বলেননি এখনও তাঁরা। এরই মধ্যে ভাইরাল অভিষেক-নিমরতের একটি সাক্ষাত্কার। যেখানে নিমরতের সামনেই ঐশ্বর্যকে প্রশংসায় ভরিয়েছিলেন অভিষেক।
নিমরত কৌর এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ‘দশভি’ ছবিতে অভিনয়ের পর থেকেই নাকি তাঁদর সম্পর্কের শুরু। যদিও এখনও এই প্রসঙ্গে কোনও কথা বলেননি এখনও তাঁরা। এরই মধ্যে ভাইরাল অভিষেক-নিমরতের একটি সাক্ষাত্কার। যেখানে নিমরতের সামনেই ঐশ্বর্যকে প্রশংসায় ভরিয়েছিলেন অভিষেক।
নিজেকে ‘লাজুক’ বলে দাবি করেছিলেন অভিষেক। সেই সঙ্গে ঐশ্বর্যকে নিয়ে এমন কিছু কিছু কথা বলেন যা শুনলে অবাক হবেন। স্ত্রী ঐশ্বর্যকে প্রশংসায় ভরিয়ে দেন অভিনেতা। অভিষেক বলেন, “আমার স্ত্রী খুবই যত্নশীল আমার প্রতি। আমায় ফোন করে জিজ্ঞেস করে আমি খাবার খেয়েছি কিনা। যদি বলি খাওয়া হয়নি তখন আবার নিজেই হোটেলের রুম সার্ভিসে ফোন করে খাবার অর্ডার করে দেয়।” এ কথা শুনে নিমরত নায়ককে ভাগ্যবান বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, এই ‘দশভি’ মধ্যে দিয়েই অভিষেকের সঙ্গে সখ্য বাড়ে তাঁর, বলিউডের গুঞ্জন এমনটাই। নিমরতের এক বোন রয়েছেন, তাঁর নাম রুবিনা। রুবিনা পেশায় একজন মনস্তত্ত্ববিদ। সাম্প্রতিক কালের রটনা এই নিমরতের কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেক-ঐশ্বর্যার। এও শোনা যাচ্ছে তাঁরা নাকি বিয়েও করবেন। এ নিয়ে কোনও মন্তব্যই করেননি নিমরত। এই সব আলোচনার মধ্যেই এ দিন এক পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টটি তাঁর প্রয়াত পিতা শহিদ ভূপিন্দর সিংকে নিয়ে। বাবার মূর্তির সামনে তিনি জানিয়েছেন তাঁর অন্তরের সীমাহীন শ্রদ্ধা।