মার্চে নয়, সইফ-করিনার দ্বিতীয় সন্তান আসছে কবে?

করিনা কিন্তু প্রথম বারে মতোই চু্টিয়ে উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ।

মার্চে নয়, সইফ-করিনার দ্বিতীয় সন্তান আসছে কবে?
শীঘ্রই তিন থেকে চার হবেন তাঁরা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2021 | 2:16 PM

জানুয়ারিতেই মা হয়েছেন অনুষ্কা শর্মা। করিনার দ্বিতীয় সন্তান নিয়েও অনুরাগীদের উচ্ছ্বাস চরমে। এরই মধ্যে সন্তানের আগমন নিয়ে নতুন তথ্য দিলেন সইফ আলি খান।

শোনা গিয়েছিল মার্চেই নাকি নবাব পরিবারে আগমন ঘটবে নতুন অতিথির। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন মার্চ নয়, ফেব্রুয়ারির শুরুতেই মা হবেন বেবো। সইফ বলেন, “আমরা পুরো বিষয়টা নিয়ে খানিক ক্যাজুয়াল হলেও ভীষণ এক্সসাইটেড”। পাশাপাশি সইফ জানিয়েছেন কিছুটা ভয়েও রয়েছেন তিনি।

যদিও করিনা কিন্তু প্রথমবারের মতোই চু্টিয়ে উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ। বেবিবাম্প ফ্লন্ট করে যোগদান করছেন পার্টিতেও। নতুন বাড়িও কিনেছেন তাঁরা। চোখধাঁধানো সেই বাড়ির অন্দরমহল তাক লাগিয়ে দেবে আপনাকেও। সুইমিং পুল থেকে শুরু করে, বড় বড় বারান্দা… কী নেই তাতে। দ্বিতীয় সন্তান আসার আগেই তার জন্য সাজানো হয়েছে ঘর। রয়েছে তৈমুরের জন্য আলাদা ঘরও।

দিন কয়েক আগে যোগাভ্যাসের ছবি পোস্ট করেছিলেন করিনা। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হয়েছিলেন বেবো। অনেকেই বলেছিলেন অনুষ্কাকে নাকি ‘কপি’ করেছেন করিনা। ঘটনাচক্রে প্রেগন্যান্সির একদম শেষ পর্যায়ে যোগাভ্যাসের ছবি পোস্ট করেছিলেন অনুষ্কাও। যদিও ট্রোলিংকে পাত্তা না দিয়ে করিনা আছেন নিজের শর্তেই।