RG KAR Case: ‘এর জন্যই বিচার হচ্ছিল না’, আরজি কর নিয়ে মুখ খুলতেই নুসরতকে তুলোধনা

Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে পোস্ট করেছেন বেশ কয়েকটি। তখন কমেন্ট বক্স প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনদের একাংশ, আরজি কর নিয়ে কেন কোনও মন্তব্য করছেন না তিনি। অবশেষে ১৪ অগাস্ট এই বিষয় নিরবতা ভাঙলেন নুসরত।

RG KAR Case: 'এর জন্যই বিচার হচ্ছিল না', আরজি কর নিয়ে মুখ খুলতেই নুসরতকে তুলোধনা
Follow Us:
| Updated on: Aug 14, 2024 | 8:17 PM

নুসরত জাহান। অবশেষে আরজি কর কাণ্ডে মুখ খুললেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় করলেন এক দীর্ঘ পোস্ট। তিলোত্তমার নৃশংস হত্যা মেনে নিতে পারছেন না তিনিও। নারী নিরাপত্তা নিয়েও করলেন একগুচ্ছ অভিযোগ। তবে এত দিন তিনি কোথায় ছিলেন? সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে পোস্ট করেছেন বেশ কয়েকটি। তখন কমেন্ট বক্স প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনদের একাংশ, আরজি কর নিয়ে কেন কোনও মন্তব্য করছেন না তিনি। অবশেষে ১৪ অগাস্ট এই বিষয় নিরবতা ভাঙলেন নুসরত।

কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়? 

‘আরজি করের এই ঘটনা অনেক অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। সত্যি কি মহিলারা সুরক্ষিত? রাত পর্যন্ত কাজ রার অর্থ বিপদ ডেকে আনা? আমরা কি সত্যি স্বাধীন? আমরা ৭৮ তম স্বাধীনতা দিবসে পা রাখতে চলেছি। যন্ত্রণাদায়ক, তবে এটাই সত্যি কলকাতা আর সিটি অব জয় রইল না। একজন কর্মনিষ্ঠ ডাক্তার রাতে নিজের কর্তব্য পালন করছিলেন, তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনা চোখে আঙল দিয়ে দেখিয়ে দেয় শহরের নিরাপত্তা হারাচ্ছে। এটা আমাদের ভাবনার অতীত, এই খবরে তাঁর পরিবারের অবস্থা কি ছিল? ন্যায় বিচারের এই লড়াইতে আমি আছি। কর্তৃপক্ষ, ক্ষমতাবানদের কাছে আমার অনুরোধ দ্রুত পদক্ষেপ করা হোক। আমি এমন নিষ্ঠুর কাজের তীব্র নিন্দা জানাই। প্রত্যেকের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার সময় এসেছে।’

নুসরতের এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় রে-রে করে উঠলেন একশ্রেণি। আরজি কর প্রসঙ্গে টানা ৫ দিন পর মুখ খুললেন নুসরত। বিচার চেয়ে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতেই হলেন চরম ট্রোল্ড। কেউ লিখলেন ‘এর জন্যই তো বিচার আটকে ছিল’, কেউ আবার লিখলেন, ‘এখন পোস্ট নাও করলে পারতেন।’ কেউ লিখলেন, ‘আপনার এতক্ষণে ঘুম ভাঙল?’ আবার কেউ লিখলেন, ‘ম্যাম আপনি খুব তাড়াতাড়ি মন্তব্য করেছেন, দারুণ।’