R G KAR Case: আরজি কর কাণ্ডে ‘রাত দখল’ লড়াইয়ে একাই শামিল সৃজিত মুখোপাধ্যায়ের মা, চিন্তিত পরিচালক?
Srijit: ১৪ অগস্ট মধ্যরাত। এক বিরল রাতের সাক্ষী থেকেছে গোটা দেশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং নারী নিরাপত্তার জন্য সরব হয়েছে গোটা বাংলা থেকে দেশ। এই প্রতিবাদে শামিল হয়েছিলেন আম জনতা থেকে টলিপাড়ার তারকারা। এ দিন রাতে ভিড়ের মধ্যেই দেখা যায় অনেক চেনা মুখ। এই প্রতিবাদে উপস্থিত হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বয়স্কা মা। তবে এই প্রতিবাদে ছেলের হাত ধরে যেতে চাননি তিনি। তাই একাই যান যাদবপুরেরজমায়েতে।
১৪ অগস্ট মধ্যরাত। এক বিরল রাতের সাক্ষী থেকেছে গোটা দেশ। আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং নারী নিরাপত্তার জন্য সরব হয়েছে গোটা বাংলা থেকে দেশ। এ দিন রাতে পথে নেমেছিলেন বাড়ির মেয়ে, বোন, মায়েরা। সেই এ দিন রাতে কে সাধারণ মানুষ আর কে তারকা ভিড়ে যেন সব মিলেমিশে একাকার। এ দিন রাতে সেই মিছিলে শামিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মা-ও। না ছেলের হাত ধরে নয়। এ দিন রাতে নিজে একাই বেড়িয়ে পড়েছিলেন বাড়ি থেকে। মিশে গিয়েছিলেন ভিড়ে আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে। পরিচালকের মা নিজেও পেশায় একজন চিকিত্সক।
বুধবার মধ্যরাতে যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ডের কাছে মিছিলে যোগ দেন তিনি। সে কথাই সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানান পরিচালক। সৃজিত লেখেন, “আমার মা ৭৭ বছরের বৃদ্ধা। তিনি পেশায় একজন চিকিত্সকও। তিনি আমার সঙ্গে অর্থাত্ ছেলের সঙ্গে জমায়েতে যেতে রাজি হননি। যাদবপুর ৮ বি-তেতিনি একাই যান প্রতিবাদ করতে।” এই পরিস্থিতিতে পরিচালক যেমন একই দিকে গর্বিত তেমনই আবার তিনি একই দিকে চিন্তিতও। অনেকেই তাঁর এই পোস্ট ভাগ করে নিয়ে প্রশংসা করেছেন। সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনিও পরিচালকের মা-কে ‘আয়রন লেডি’নামে সম্বোধন করেন।
উল্লেখ্য, এদিন রাতে আমজনতার সঙ্গে প্রতিবাদে নেমেছিলেন টলিপাড়ার তারকারাও। ভিড়ে অনেক চেনা মুখ ফ্রেমবন্দি হন বুধবারের প্রতিবাদ মিছিলে। শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বার হয়েছিল এ দিন। অভিনেতা কৌশিক সেন, ঋদ্ধি সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পার্নো মিত্র, অরিন্দম শীল-সহ অনেককেই দেখা গিয়েছিল রাতের শহরে। অনেকেই ভেবেছিলেন রাজনৈতিক চাপে হয়তো এই জমায়েতেতেমন কেউ আসবেন না।
কোন ঘটনার প্রতিবাদে এত কাণ্ড? গত ৯ অগস্টের ঘটনা। আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিত্সকের দেহ। তাঁর মৃত্যুর প্রতিবাদেই ‘রাত দখল’ লড়াই। তবে শুধু মহিলারা নন এই প্রতিবাদে যোগ দেন পুরুষরাও। শুধু কলকাতা নয় মুম্বই, বেঙ্গালুরু শহরেও দেখা গিয়েছে এমনই প্রতিবাদের চিত্র।