RG Kar Case: ‘শাসকরা ভয় পায় কেন?’ রাত দখলের ভয়াবহ ছবি দেখে সোচ্চার ঋত্বিক

Ritwick Chakraborty: সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে সামিল হয়েছিলেন সিনেপাড়ার সদস্যরাও। এই আন্দোলনে উৎসাহ দেওয়া থেকে শুরু করে সুযোগ সুবিধা মতো, যে যার নিকটবর্তী জমায়েতে হয়েছিলেন সামিলও। তবে এ কোন ছবি? আরজি করে হামলার ঘটনা সামনে আসতেই রাগে ফেটে পড়ছেন সকলে। 

RG Kar Case: 'শাসকরা ভয় পায় কেন?' রাত দখলের ভয়াবহ ছবি দেখে সোচ্চার ঋত্বিক
Follow Us:
| Updated on: Aug 15, 2024 | 2:47 PM

রাত দখলের এ কোন ছবি? সত্যি কি রাত নিরাপদভাবে দখল করা গেল? প্রশ্নটা থেকেই গেল বুধবার মধ্যরাত যখন মহিলাদের দখলে, দিকে দিকে আন্দোলনের ছবিটা যখন কেবলই আবেগে ভরা, তখনই হঠাৎ আরজি করের সমানের ছবিটা গেল পাল্টে। বুধবার রাতে আচমকাই আরজি কর হাসপাতালে হামলা চালায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। জোর করে ব্যারিকেড ভেঙে, হাসপাতালে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ভাঙচুর চালায় হাসপাতালের ভিতরে, এমার্জেন্সি বিল্ডিংয়ে। তিলোত্তমা কাণ্ডে সুবিচারের দাবিতেই ১৪ অগস্ট, বুধবার রাতে পথে নামেন রাজ্যের মানুষ। সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে সামিল হয়েছিলেন সিনেপাড়ার সদস্যরাও। এই আন্দোলনে উৎসাহ দেওয়া থেকে শুরু করে সুযোগ সুবিধা মতো, যে যার নিকটবর্তী জমায়েতে হয়েছিলেন সামিলও। তবে এ কোন ছবি? আরজি করে হামলার ঘটনা সামনে আসতেই রাগে ফেটে পড়ছেন সকলে।

তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে তিনি লিখলেন, ‘ভয়-মুক্ত জণগণ দেখলে শাসকরা ভয় পায় কেন?’ ঋত্বিকের এই পোস্ট দেখা মাত্রই কমেন্ট বক্সে রে-রে করে ওঠেন বহু মানুষ। কেউ লিখলেন, ‘কারণ শাসক চায় জনতার চোখে সব সময়ই ভয়ে পরিপূর্ণ থাক। কলির যুগে শাসক ই যে ঈশ্বর। আর সব ঈশ্বর ই তার দাশদের গোলাম বানিয়ে রেখেছে সব সময়ই। RG কান্ডে মমতার পদত্যাগ সময়ের দাবী। কদিন আগেই সন্দেশ খালি তে নারীরা তাদের সম্মান হারালো। আর কত ?’ কেউ লেখলেন, ‘কারণ ভয় দেখিয়েই ভোট তোলে , ভয়টা চলে গেলে , গদিটাও টলে যাবে।’ কেউ আবার লেখেন, ‘যুগ যুগ ধরে এটাই তো হয়ে আসছে,,, আমাদের উচিৎ যতদিন না ন্যায় বিচার পাচ্ছি এই আন্দোলন জারি রাখা’।

প্রসঙ্গত, এই হামলা ও ভাঙচুরের ঘটনায় এবার অভিযুক্তদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের সন্ধান চেয়ে পোস্ট করেছে পুলিশ।