‘আম্মার থেকে বেশি ভাল কেউ বাসবে না’, তৈমুরের জন্মদিনে আবেগঘন পোস্ট করিনার
করিনার ইনস্টাগ্রামের সেই পোস্টে দেখা যাচ্ছে, কখনও হাতে করে খড় বয়ে নিয়ে যাচ্ছে তৈমুর। কখনও বা বরফের মধ্যে খেলছে স্নো-বল বানিয়ে আবার কখনও বা গাছের ডালে দোল খাচ্ছে সে।
চার বছর পূর্ণ করল টিনসেল টাউনের ‘ছোটে নবাব’ তৈমুর আলি খান। ছোট্ট ‘টিম’-এর জন্মদিনে আবেগঘন মা করিনা কাপুর। এখনও পর্যন্ত তৈমুরের নানা না দেখা ছবি শেয়ার করে লিখলেন, “আম্মার থেকে বেশি তোকে কেউ ভালবাসবে না”।
করিনার ইনস্টাগ্রামের সেই পোস্টে দেখা যাচ্ছে, কখনও হাতে করে খড় বয়ে নিয়ে যাচ্ছে তৈমুর। কখনও বা বরফের মধ্যে খেলছে স্নো-বল বানিয়ে আবার কখনও বা গাছের ডালে দোল খাচ্ছে সে। রয়েছে তৈমুরের জন্মের সময়ের ছবি, বাবা সইফের সঙ্গে আদরের ছবিও। সেই ছবির ক্যাপশনে মা করিনা লিখেছেন, “আমার সন্তান, মাত্র চার বছর বয়সেই যে পরিমাণ মনোযোগ, ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি টান রয়েছে তোমার তাতে আমি খুশি। খড়ের বস্তা বোঝাই থেকে শুরু করে, গরুদের খাওয়ানো… সব কাজেই যে পরিমাণ মন তুমি দাও তাতে আমি অভিভূত। মাথা উঁচু করে স্বপ্নের পিছনে ছুটে যাও। কিন্তু এ সব কিছুর আগে যা তোমায় খুশি করে তাই কোরো। মনে রেখো, মায়ের থেকে বেশি কেউ ভালবাসবে না তোমায়।”
View this post on Instagram
করিনার পোস্টে ছোট্ট টিমকে শুভেচ্ছা জানিয়েছে বেবোর অগণিত ভক্তকুল। পিসি সোহা আলি খানও কমেন্টে লিখেছেন, “হ্যাপি বার্থ ডে টিমটিম (তৈমুরের ডাক নাম)।” ২০১৬-র ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। জন্মের পরেই বিতর্কে জড়াতে হয়েছিল একরত্তিকে। তার নাম কেন তৈমুর রাখা হল সে নিয়ে সরব হয়েছিল নেটিজেনদের একাংশ। করিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, শুধু আমজনতাই নয়, হাসপাতালে তৈমুরকে দেখতে এসে এক বলিস্টারও করিনার সন্তানের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। করিনার কথায়, “আমি তৈমুরকে জন্ম দিয়েছি মাত্র কিছু ক্ষণ হয়েছে। সেই ব্যক্তি এসেই আমায় প্রশ্ন করেন, বাচ্চার এমন নাম রাখে কেউ? শুভেচ্ছা বার্তা দেওয়ার কোনও বালাই নেই।” করিনা কেঁদে ফেলেছিলেন।
সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সইফ-করিনা জানিয়েছিলেন, অত্যাচারী সুলতানের নামে নয়, সন্তানের নাম তৈমুর রাখার কারণ হল তৈমুর শব্দের অর্থ। ‘তৈমুর’ শব্দের অর্থ ‘লোহা’। আগামী বছরের মার্চে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা। তবে এ বার আর সন্তানের নাম আগে ভাগে ঠিক করে রাখেননি তাঁরা। শেষ মুহূর্তের জন্য রেখে দিয়েছেন।