‘আমার ছেলেকে ফুসলিয়ে…’, করিনার দিকে কি আঙুল তোলেন শাশুড়ি শর্মিলা?

Sharmila Tagore: রেডিয়ো শোতে একবার আমন্ত্রিত হয়ে এসেছিলেন শর্মিলা ঠাকুর। শাশুড়িমাকে প্রশ্ন করেছিলেন করিনা যে, তাঁর সব সন্তানের মধ্যে সবচেয়ে জেদি কে? করিনা নিশ্চিত ছিলেন তাঁর শাশুড়ি সইফ আলি খানের নামই নেবেন। কিন্তু উত্তর দিয়ে করিনাকে তাক লাগিয়ে দিয়েছিলেন শর্মিলা। তিনি জানিয়েছিলেন, সইফ আলি খান একেবারেই জেদি নন। বরং...

'আমার ছেলেকে ফুসলিয়ে...', করিনার দিকে কি আঙুল তোলেন শাশুড়ি শর্মিলা?
সইফ-করিনা-শর্মিলা।
Follow Us:
| Updated on: May 24, 2024 | 9:30 PM

বচ্চন পরিবারের মতো পতৌদি পরিবারকে কেন্দ্র করেও অনেক ধোঁয়াশা রয়েছে মানুষের মনে। রাজ পরিবারটি নিয়ে মানুষের আগ্রহ বিপুল। সেই পরিবারেরই পুত্র বলিউড অভিনেতা সইফ আলি খান। পরিবারের বেগম শর্মিলা ঠাকুর। সইফের দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর খান একটি রেডিয়ো সঞ্চালনা করতেন। সেই রেডিয়ো শোতে একবার আমন্ত্রিত হয়ে এসেছিলেন শর্মিলা ঠাকুর। শাশুড়িমাকে প্রশ্ন করেছিলেন করিনা যে, তাঁর সব সন্তানের মধ্যে সবচেয়ে জেদি কে? করিনা নিশ্চিত ছিলেন তাঁর শাশুড়ি সইফ আলি খানের নামই নেবেন। কিন্তু উত্তর দিয়ে করিনাকে তাক লাগিয়ে দিয়েছিলেন শর্মিলা। তিনি জানিয়েছিলেন, সইফ আলি খান একেবারেই জেদি নন। বরং…

…বরং জেদি তাঁর ছোট মেয়ে সোহা আলি খান। ঘটনাচক্রের সোহা একজন অভিনেত্রী। শর্মিলা বলেছিলেন, “আমার ছেলে অনেক বেশি সোজাসাপ্টা। ওকে ম্যানিকুলেট করা যায়, অর্থাৎ ওকে ফুসলিয়ে অনেক কিছু করান যায়। কিন্তু আমার কন্যা সোহা সে রকমটা একেবারেই নন। ওকে ভুলভাল বুঝিয়ে কোনও কার্যসিদ্ধি করা যাবে না।”

এরপর করিনা জিজ্ঞেস করেছিলেন, তাঁর এতগুলো নাতি-নাতনির মধ্যে কে সবচেয়ে প্রিয়? সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের থেকে তাঁর দুই সন্তান ইব্রাহিম আলি খান এবং সারা আলি খান। সইফ এবং করিনার দুই সন্তান জেহ এবং তৈইমুর। সোহার রয়েছে এক কন্যা সন্তান–ইনারা। নাতি-নাতনিদের মধ্যে বাছবিচার করতে পারেননি তিনি। বলেছিলেন, “আমি প্রত্যেককেই খুব ভালবাসি।” বলেছিলেন, “এটা খুবই কঠিন প্রশ্ন। এটা আমি বাছাই করতে পারব না।”