Big Boss OTT: এল্ভিশের মুখ দেখবেন না! বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন অভিষেক?

Big Boss OTT: বিগবস ওটিটি (২) অবধি সব ঠিকই ছিল। এলভিশ যাদব ও অভিষেক মালহান- -দেশের এই জনপ্রিয় দুই ইউটিউবার ছিলেন হলায় গলায় বন্ধু। কিন্তু বিগবস শেষ হতেই তাঁদের মধ্যে যে কিছুই ভাল নেই সে আঁচ পাওয়া গিয়েছে অনেক আগেই। এমনকি এলভিশ ও অভিষেক ভক্তদের মধ্যেও চলছে বিস্তর তর্ক। এরই মধ্যে অভিষেকের এক 'সিদ্ধান্ত' সেই ঠান্ডা লড়াইয়ের রেশকে জিইয়ে রাখল অনেকটাই। ঠিক কী ঘটেছে?

Big Boss OTT: এল্ভিশের মুখ দেখবেন না! বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন অভিষেক?
এলভিশ-অভিষেকের ঠাণ্ডা লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 8:37 PM

বিগবস ওটিটি (২) অবধি সব ঠিকই ছিল। এলভিশ যাদব ও অভিষেক মালহান- -দেশের এই জনপ্রিয় দুই ইউটিউবার ছিলেন হলায় গলায় বন্ধু। কিন্তু বিগবস শেষ হতেই তাঁদের মধ্যে যে কিছুই ভাল নেই সে আঁচ পাওয়া গিয়েছে অনেক আগেই। এমনকি এলভিশ ও অভিষেক ভক্তদের মধ্যেও চলছে বিস্তর তর্ক। এরই মধ্যে অভিষেকের এক ‘সিদ্ধান্ত’ সেই ঠান্ডা লড়াইয়ের রেশকে জিইয়ে রাখল অনেকটাই। ঠিক কী ঘটেছে? বিগবস ওটিটি ২-এর রি-ইউনিয়ন পার্টি ছিল। এই সিজনে যারা যারা অংশ নিয়েছেন তাঁদের প্রায় প্রত্যেকেই হাজির ছিলেন সেখানে। তবে দেখা যায়নি অভিষেক মালহানকে। শোনা গিয়েছিল এল্ভিশ ওই পার্টিতে আসতে পারেন, এই আশঙ্কাতেই নাকি পার্টি এড়িয়ে যান অভিষেক। যখন এই গুঞ্জনেই তোলপাড় হচ্ছিল সামাজিক মাধ্যম তখন তাতেই কার্যত শিলমোহরা লাগালেন ওই সিজনের আরও এক প্রতিযোগী বেবিকা ধ্রুবে।

সংবাদমাধ্যমের তরফে অভিষেকের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি যা শুনেছি, সবাই বলছিল, অভিষেক নাকি বলেছে, এলভিশ এলে ও আসবে না। আমার মনে হচ্ছিল, বাবা এখনও এত ইগো!” বেবিকার ওই মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। দুই ইউটিউবারের ফ্যানের মধ্যে শুরু হয়েছে নানা কথা কাটাকাটি। কে শ্রেষ্ঠ? তা প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন এলভিশ ও অভিষেক আর্মিও। যদিও অভিষেক কেন আসেননি, তা নিয়ে এখনও পর্যন্ত তিনি কিন্তু অফিসিয়ালি কোথাও মুখ খোলেননি। তাই যা রটেছে, তা জল্পনা ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, এই সিজনেত্র বিগবস ওটিটি জমে গিয়েছিল। তাঁর মধ্যে উল্লেখযোগ্য অবদান ছিল এই দুই ইউটিউবারের। সিজনের শুরু থেকেই অংশ নিয়েছিলেন অভিষেক। অন্যদিকে মাঝপথে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেন এলভিশ। যদিও সিজন শেষে শেষ হাসি হেসেছিলেন এলভিশই। দ্বিতীয় স্থানে এই খেলা শেষ করেছিলেন অভিষেক। সে নিয়েও বিতর্ক কম হয়নি। অনেকেই মনে করেছিলেন অভিষেকই যোগ্য বিজয়ী। এতদসত্ত্বেও তাঁদের মধ্যে বন্ধুত্ব কিন্তু অটুট ছিল। তবে হঠাৎ কী হল দু’জনের মধ্যে? এই উত্তরই খুঁজে চলেছেন তাঁদের ভক্তরা।