Alia-Ranbir: রণবীরের প্রাক্তনদের আমি ভালবাসি, খুব ভাল বন্ধু ওরা: আলিয়া ভাট

Alia-Ranbir: কথায় বলে প্রাক্তন নাকি বন্ধু হয় না? আর স্বামীর প্রাক্তন?

Alia-Ranbir: রণবীরের প্রাক্তনদের আমি ভালবাসি, খুব ভাল বন্ধু ওরা: আলিয়া ভাট
কথায় বলে প্রাক্তন নাকি বন্ধু হয় না? আর স্বামীর প্রাক্তন?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 9:26 AM

কথায় বলে প্রাক্তন নাকি বন্ধু হয় না? আর স্বামীর প্রাক্তন? সে তো আদায়-কাঁচকলায় সম্পর্ক! এ হেন সম্পর্ককের সংজ্ঞাকেই বদলে ফেলেছেন আলিয়া ভাট। স্বামীর দুই চর্চিত প্রাক্তন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ যে তাঁর বেশ ভাল বন্ধু তা করণের রিয়ালিটি শো-য়ে এসে নিজেই জানিয়েছেন আলিয়া।

করণ তাঁকে প্রশ্ন করেন, আলিয়ার জন্য কোনটি ঠিক? নিজের প্রাক্তনের সঙ্গে যোগাযোগে থাকা নাকি পার্টনারের প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা? আলিয়া এক মুহূর্ত চিন্তা করেনই উত্তর দেন, “পার্টনারের প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব রাখা। তিনি আরও বলেন, “আমি আমার স্বামীর দুই প্রাক্তনের খুব ভাল বন্ধু। তাঁদের দুইজনকেই আমি ভীষণ ভালবাসি। বাকিদেরও বাসি, যদিও তাঁদের আমি ঠিক করে চিনিনা”। একসময় বলিউডে ক্যাসানোভা বলে পরিচিত ছিলেন রণবীর কাপুর। শোনা যায়, সম্পর্কে সৎ না থাকার কারণেই বিচ্ছেদ হয়েছে বহুবার। সোনম থেকে দীপিকা, ক্যাটরিনা… তাঁর তালিকা নেহাতই কম নয়। যদিও আলিয়ার ক্ষেত্রেই সব হিসেব যেন বদলে গিয়েছে। দীর্ঘ সম্পর্ক, সেখান থেকে প্রেম আবার বাবাও হতে চলেছন রণবীর।

অন্যদিকে আলিয়ার সঙ্গে দীপিকা ও ক্যাটরিনার সম্পর্ক বেজায় মধুর। দীপিকার স্বামী রণবীর সিংয়ের সঙ্গেই কফি উইদ করণের এসেছিলেন আলিয়া। সেখানেই নিজেদের ব্যক্তিগত নানা কথা শেয়ার করেন দুজনেই। একদিকে আলিয়া যেমন বলেন ফুলশয্যা আদপে একটি মিথ ঠিক একই ভাবে রণবীর সিং জানান, ওই বিশেষ রাতে তিনি মিলিত হয়েছিলেন। সারাদিনের ধকলের পর মোটেও তিনি ক্লান্ত ছিলেন না। প্রসঙ্গত, রণবীরের দুই প্রাক্তনই এখন ঘোরতর সংসারী। রণবীরও তাই-ই।