Arshad Warsi: ‘বিগবস’-এর প্রথম সিজন সঞ্চালনা করলেও দ্বিতীয় থেকে কেন বাদ? মুখ খুললেন আরশাদ

Arshad Warsi: আরশাদ ওয়ারসি-- কখনও 'জলি এলএলবি'র দাপুটে আইনজীবী। আবার কখনও বা 'মুন্নাভাই'-য়ের সার্কিট। কেরিয়ারে তাঁর হিটের সংখ্যা নেহাত কম নয়।

Arshad Warsi: 'বিগবস'-এর প্রথম সিজন সঞ্চালনা করলেও দ্বিতীয় থেকে কেন বাদ? মুখ খুললেন আরশাদ
মুখ খুললেন আরশাদ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 6:03 PM

আরশাদ ওয়ারসি– কখনও ‘জলি এলএলবি’র দাপুটে আইনজীবী। আবার কখনও বা ‘মুন্নাভাই’-য়ের সার্কিট। কেরিয়ারে তাঁর হিটের সংখ্যা নেহাত কম নয়। তবু অনেকেরই দাবি, কেরিয়ারে পরপর হিট থাকলেও এখনও হিরো হওয়া হল না তাঁর। হিট দেওয়া সত্ত্বেও তাঁর কাজের ‘ভাগ বসিয়েছেন’ সলমন খান থেকে অক্ষয় কুমার। এই যেমন বিগবস সিজন ১-এ সঞ্চালক ছিলেন আরশাদ। সেই সিজন কিন্তু বেশ হিট হয়েছিল। তা সত্ত্বেও দ্বিতীয় সিজন থেকে ওই শো’র সঞ্চালক সলমন খান। আবার যেমন ‘জলি এলএলবি’ ছবিতে নায়ক ছিলেন আরশাদ। কিন্তু ওই ছবির দ্বিতীয় পার্টে হিরো অক্ষয় কুমার। প্রথম ছবিটি হিট হলেও কেন আরশাদকে নেওয়া হয়নি দ্বিতীয়টিতে? নেপথ্যে কি স্বজনপোষণ? যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন আরশাদ।

তিনি জানান, ‘জলি এলএলবি’-এর তৃতীয় পার্ট আসছে। তাঁর কথায়, “জলি এলএলবি ৩ আসছে। অক্ষয় ও আমাকে একসঙ্গে দেখা যাবে ওই ছবিতে। এটাই প্ল্যান ছিল। আগে থেকেই নির্মাতারা এমনটাই ভেবেছিল। প্রথম পার্টে আমি আর দ্বিতীয় পার্টে ও থাকবে। আর বিগবসের দ্বিতীয় সিজনে অংশ না নেওয়ার কারণ হিসেবে বলতে চাই, সে সময় লন্ডনে গিয়েছিলাম শুটের কারণে।” তবে আরশাদ মনে করেন, সলমন এখনও পর্যন্ত ওই শো’র সেরা সঞ্চালক। তাঁর কথায়, “সলমনের মতো অত সফলতার সঙ্গে ওই শো সঞ্চালনা কেউ করতে পারতেন বলে আমার অন্তত মনে হয় না। ওই ধরনের রিয়ালিটি শো-য়ে সলমনের মতো একজন ‘ দাবাং’ কাউকে প্রয়োজন।”

বর্তমানে ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন আরশাদ। তাঁর ‘ অসুর’ বেশ হিট। যা এই মুহূর্তে জিও সিনেমাতে স্ট্রিম করছে। ১৯৯৬ সালে ‘তেরে মেরে স্বপ্নে’ ছবির মধ্যে ডেবিউ হয় তাঁর। যে কোনও ধরনের চরিত্রই সাফল্যের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।