Ananya-Aditya: অনন্যা-আদিত্যের প্রেমের চর্চায় মশগুল বলিউড, খুশি নন মা ভাবনা! ছবিতে কীসের ইঙ্গিত?

Ananya-Aditya: কী এমন ছবি পোস্ট করেছেন ভাবনা? কী তাঁর বক্তব্য?

Ananya-Aditya: অনন্যা-আদিত্যের প্রেমের চর্চায় মশগুল বলিউড, খুশি নন মা ভাবনা! ছবিতে কীসের ইঙ্গিত?
মেয়ের এই সম্পর্কে খুশি নন মা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 3:01 PM

এই মুহূর্তে বলিউডে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমের চর্চা চলছে। সম্প্রতি একসঙ্গে বিদেশের মাটিতে দেখা গিয়েছিল তাঁদের। তা নিয়ে বলিপাড়ায় কম হইচই হয়নি। সূত্র বলছে, এই গসিপই নাকি একেবারেই ভালভাবে নিচ্ছেন না অনন্যা পান্ডের মা ভাবনা পান্ডে। সেই কারণেই এমন এক ছবি পোস্ট করেছেন মা যাকে ‘ড্যামেজ কন্ট্রোল’ বলেই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ। কী এমন ছবি পোস্ট করেছেন ভাবনা? কী তাঁর বক্তব্য? আদিত্য ও অনন্যাকে একসঙ্গে দেখা গিয়েছেন স্পেনে। এবার অনন্যা ও পরিবারের সঙ্গে ‘স্পেন হলিডে’র এক ছবি শেয়ার করেছেন ভাবনা। মেয়ে আদিত্যের সঙ্গে একা যায়নি, সমগে গিয়েছেন বাবা চাঙ্কি পান্ডে ও তিনিও। এ কথাই কি বুঝিয়ে দিচ্ছেন তিনি?

সূত্র মারফৎ জানা যাচ্ছে, অনন্যা ও আদিত্যের প্রেম নিয়ে এত কথা হওয়ায় বেশ অসন্তুষ্ট মা ভাবনা। না, আদিত্যকে নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। ভাবনার ভাবনা তাঁর মেয়ের কেরিয়ার নিয়ে। এই মুহূর্তে অনন্যার কেরিয়ার তুঙ্গে। যদিও পথচলা বাকি অনেকটাই। এমতাবস্থায় মেয়ের নাম প্রেমের কারণেই আলোচিত হোক, এ মোটেও চান না তিনি। আর সে কারণেই কড়া পদক্ষেপ করবেন তিনি, জানা যাচ্ছে এমনটাই। অনন্যার প্রেম নয়, কর্মজীবন নিয়ে কথা হোক, এমনটাই আর্জি তাঁর। মা যতই চান না কেন, এই মুহূর্তে আদিত্য ও অনন্যা প্রেমের বাঁধন ক্রমশ গাঢ় হচ্ছে। একইসঙ্গে আলগা হচ্ছে যাবতীয় গোপনীয়তা। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের, প্রেম কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।