World Cup 2023: পন্থ অতীত, কাকে চুমু খেয়ে উর্বশীর বিশ্বাস ‘ভারত জিতবেই’?
World Cup 2023: জীবন থেকে ঋষভ পন্থের নাম মুছে ফেলেছেন উর্বশী রাউতেলা। আর ওদিকে ফিরে তাকাতে চান না তিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে ২২ ক্যারটের সোনার ফোন হারিয়েছেন বলে দাবি করেছিলেন, এবার আহমেদাবাদে ম্যাচ দেখতে এসে সংবাদমাধ্যমের সামনে কী বললেন তিনি?
জীবন থেকে ঋষভ পন্থের নাম মুছে ফেলেছেন উর্বশী রাউতেলা। আর ওদিকে ফিরে তাকাতে চান না তিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে ২২ ক্যারটের সোনার ফোন হারিয়েছেন বলে দাবি করেছিলেন, এবার আহমেদাবাদে ম্যাচ দেখতে এসে সংবাদমাধ্যমের সামনে কী বললেন তিনি?
তাঁকে প্রশ্ন করা হয়, এই বিশ্বকাপে জিতবে কে? উত্তরে উর্বশী বলেন, “আমি নিশ্চিত ভারতই জিতবে। আমি ইতিমধ্যেই ট্রফিটা ছুঁয়ে দেখেছি প্যারিসে। তাকে চুমুও খেয়েছি। আমি নিশ্চিত ভারতই জিতবে।” তাঁকে আরও প্রশ্ন করা হয়, পন্থ খেলছেন না, এই বিশ্বকাপে তাঁর প্রিয় খেলোয়াড় কে? উত্তরে তিনি বলেন, “কোনও একক ক্রিকেটার নয়, গোটা টিমের সঙ্গেই আমি আছি।” উর্বশী ভারতের জয় সম্পর্কে এক প্রকার নিশ্চিত হলেও টসে হেরে ব্যাটিং পেয়ে ভারত মাত্র ২৪১ রানের টার্গেট দিয়েচজে অস্ট্রেলিয়াকে। অনেকেই মনে করছেন এই ম্যাচ অনায়াসেই বের করে নিতে পারবেন সে দেশের ক্রিকেটার। নেটিজেনদের কটাক্ষ, ‘ওই যে চুমু খেয়েছিলেন, তারই খেসারত দিতে হচ্ছে!” উর্বশী, আপনি কি শুনছেন?
#WATCH | Gujarat: Ahead of the ICC World Cup final between India and Australia, actress Urvashi Rautela says, “I am very excited. I am sure India will win the trophy…” pic.twitter.com/6jZf1VRpbr
— ANI (@ANI) November 19, 2023
View this post on Instagram