Alia Bhatt Marital Disturbance: ‘বিবাহিত জীবনে আমি অসুখী!’, বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন আলিয়া
Alia-Ranbir Marriage: আলিয়া বলেছিলেন, "আমাকে নিয়ে ঝুড়িঝুড়ি ভুল ধারণা আছে মানুষের মনে। অনেকে ভাবেন আমি বিবাহিত জীবনে সুখী নই। আমার আর রণবীরের দাম্পত্য সুখের নয়। কেউ বলেন, আমি অস্ত্রোপচার করে রোগা হয়েছি। কারও মনে হয়, আমি মুখে ফর্সা হওয়ার দ্রব্য লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলোকে একদম পাত্তাই দিই না।"
সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৮-এর একটি এপিসোডে এসেছিলেন করিনা কাপুর খান এবং আলিয়া ভাট। সেই এপিসোডে স্বামী এবং সন্তান নিয়ে নানা কথা বলেছেন আলিয়া। এই প্রথম তিনি কোনও শোতে এসে রণবীর এবং রাহাকে নিয়ে এতগুলো কথা বলেন। সেখানেই কথা বলতে গিয়ে তিনি তাঁর বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আলিয়ার সম্পর্কে মানুষের ভুল ধারণা কী? উত্তরে আলিয়া বলেছিলেন প্রচুর আছে। এর জন্য তাঁকে ট্রোলডও হতে হয়েছে।
আলিয়া বলেছিলেন, “আমাকে নিয়ে ঝুড়িঝুড়ি ভুল ধারণা আছে মানুষের মনে। অনেকে ভাবেন আমি বিবাহিত জীবনে সুখী নই। আমার আর রণবীরের দাম্পত্য সুখের নয়। কেউ বলেন, আমি অস্ত্রোপচার করে রোগা হয়েছি। কারও মনে হয়, আমি মুখে ফর্সা হওয়ার দ্রব্য লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলোকে একদম পাত্তাই দিই না।”
এপিসোডের এই বিশেষ ক্লিপটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এবং তাঁকে ট্রোলও করা হয়েছে। এক ব্যক্তি বলেছেন, “আপনি সবকিছুই পাত্তা দেন। যা-যা আপনি বলছেন যে, কিছু যায় আসে না, হলফ করে বলতে পারি সব কিছুতেই আপনার যায় আসে।”
রণবীর কাপুর ‘টক্সিক’। বিষয়টি ভাইরাল হয়েছিল। আলিয়াকে ঠোঁটে লিপস্টিক লাগাতে দিতে চান না তিনি। এই কথা জানিয়ে একটি ভিডিয়ো আলিয়া ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। তাতে রণবীরকে তুলোধনা করেছিল নেটমহল। কিন্তু আলিয়া বলেছিলেন, রণবীর একেবারেই টক্সিক নন। তিনি ঠিক তাঁর উল্টো।