Sushmita Sen: ‘খিদের জ্বালায় ফোন’, কাজ চেয়ে কাতর আর্জি সুস্মিতার
Sushmita Sen: সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় সুস্মিতা সেনকে। বর্তমানে তিনি আরিয়া সিরিজে জনপ্রিয়। এই সিরিজের তৃতীয় ধাপে এসে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন, তিনি কতটা ফিট, কতটা তাঁর কাজের খিদে বর্তমান। তবে দীর্ঘ আট বছর কাজ থেকে দূরে ছিলেন তিনি। সত্যি কি দূরে ছিলেন?
সুস্মিতা সেন, বিশ্বসুন্দরীর রূপ থেকে শুরু করে অভিনয়, সবেতেই মন দিয়েছিলেন দর্শকেরা। পর্দায় তাঁর উপস্থিতি মানেই প্রত্যেকের কাছে এক অন্যস্বাদের ভাললাগা ভালবাসা। কিন্তু সেই সুস্মিতা সেনকেই যে একটা সময় কাজের খোঁজে বেরতে হবে তা কে ভেবেছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় সুস্মিতা সেনকে। বর্তমানে তিনি আরিয়া সিরিজে জনপ্রিয়। এই সিরিজের তৃতীয় ধাপে এসে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন, তিনি কতটা ফিট, কতটা তাঁর কাজের খিদে বর্তমান। তবে দীর্ঘ আট বছর কাজ থেকে দূরে ছিলেন তিনি। সত্যি কি দূরে ছিলেন?
সুস্মিতা বলেন, ”হঠাৎ করেই কেমন যেন সবটা পাল্টাতে শুরু করে। আমার মেয়ের তখন বয়স মাত্র আট। একদিন সকালে উঠে সে দেখে কিছু পাপারাৎজি আমাক ছবি তুলছেন। তখন সে জানতে চায়, কেন আমার ছবি তোলা হচ্ছে। উত্তরে আমি জানিয়ে ছিলাম যে আমি বিশ্বসুন্দরী হয়েছিলাম। তারপর সে প্রশ্ন করে, সে তো অনেক আগে, তবে এখন কেন তোলা হচ্ছে এই ছবি? উত্তরে আমি জানিয়েছিলাম, কারণ আমি অভিনয় করি।” তখন সুস্মিতার সেন বুঝতে পারেন, সবটাই অতীত, এখন তাঁকে কিছু করতে হবে। সেই সময় তিনি জুয়েলার্স-এর ব্যবসায় মন দিয়েছিলেন। তবে কাজে ফিরতে চেয়েছিলেন ভীষণভাবে।
সুস্মিতার কথায়, ”তখন ধীরে ধীরে ওটিটি আসছে। আমার ওটিটির কাজগুলো ভীষণ ভাল লাগত। কিন্তু কোথাও গিয়ে যেন সেই সব কাজের খোঁজ আমার কাছে থাকত না। তবে সুস্মিতা সেন যে হারিয়ে যায়নি, তাঁর পেটেও কাজের খিদে রয়েছে, সেটা জানান প্রয়োজন ছিল। তখন আমি তাই ধরে ধরে প্রতিটা ওটিটি সংস্থার সঙ্গে যোগাযোগ করা শুরু করি। নিজেই ফোন করে জানাতে থাকে, আমি কাজ খুঁজছি। কারণ তখন আমি বেকার।” অকপটে জানিয়ে দেন সুস্মিতা। তিনি বরাবরই স্পষ্টবাদী, তাই নিজের কঠিন সময় নিয়ে মুখ খুলতে দুবারও ভাবেননি এই সেলেব।