SRK: কোন ছবির জন্য দু’দিন ধরে জল খাননি শাহরুখ খান, জানেন?

SRK: পরিশ্রম হয়তো একেই বলে! এক ছবির গানের শুটের জন্য জল না খেয়ে টানা দু'দিন! কী ভাবছেন ফিকশন? একবারেই নয়, ঘোর বাস্তব। এমনটাই করেছিলেন শাহরুখ খান। কোন ছবির জন্য জানেন? ফারহা খানের 'ওম শান্তি ওম' ছবির 'দরদে ডিস্কো' গানে খালি গা দেখানোর কথা ছিল শাহরুখের।

SRK: কোন ছবির জন্য দু'দিন ধরে জল খাননি শাহরুখ খান, জানেন?
শাহরুখ খান।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 7:41 PM

পরিশ্রম হয়তো একেই বলে! এক ছবির গানের শুটের জন্য জল না খেয়ে টানা দু’দিন! কী ভাবছেন ফিকশন? একবারেই নয়, ঘোর বাস্তব। এমনটাই করেছিলেন শাহরুখ খান। কোন ছবির জন্য জানেন? ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির ‘দরদে ডিস্কো’ গানে খালি গা দেখানোর কথা ছিল শাহরুখের। জল খেলে শরীর ফুলে যায়। আর সেই কারণে জলকেই জীবন থেকে বাদ দিয়েছিলেন শাহরুখ! ফারহার কথায়, “ম্যায় হু না’ ছবিতে আমি শাহরুখের খালি গায়ের শট চেয়েছিলাম। কিন্তু তখন সেটা সম্ভব হয়নি কারণ, ওঁর পিঠে ব্যথা লেগেছিল। তাই ওম শান্তি ওমের সময় ও আমায় প্রতিজ্ঞা করে শার্ট ও খুলবেই। বডি ও দেখাবেই। আর তা করতে গিয়েই জল খায়নি ও সারাটা দিন।” ফারহা জানান, সারা শরীরে মারাত্মক ব্যথা হচ্ছিল তাঁর। না, তবু দমে যাননি। ওভাবেই চালিয়ে গিয়েছিলেন গোটা শুট। ওই ছবিও বক্স অফিসে সুপারহিটও হয়। এখানেই তিনি বেতাজ বাদশা, তিনি যে কিং খান।

এ বছরটা বেশ ভালই যাচ্ছে শাহরুখের। তাঁর ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে সুপারহিট হয়েছে। ডিসেম্বরে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডানকি’। সেই ছবিতে শাহরুখ যদিও অ্যাকশন হিরো নন। সেই ছবি দর্শক মনে কতটা জায়গা করে নেয় এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)