Actor Aryan: করিশ্মা কাপুরের সঙ্গে কাজ, আমার ফ্যানবয় মোমেন্ট: আরিয়ান
Aryan-Maidan: ‘কাকাবাবু’ সিরিজ়ের সন্তু থেকে ‘হ্যাকার’, সবেতেই সাবলীল আরিয়ান। বড়পর্দা থেকে ছোটপর্দা—অভিনেতা আরিয়ানকে সকলেই এখন চেনেন। এহেন আরিয়ান এখন টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে। কাজ করে ফেলেছেন অজয় দেবগণ থেকে করিশ্মা কাপুর... তাবড় স্টারদের সঙ্গে। তবে কবে মুক্তি পাবে ‘ময়দান’, কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা? বনি কাপুর প্রযোজিত ‘বাধাই হো’-এর পরিচালক অমিত শর্মা পরিচালিত এই ছবিতে অনেকটা ‘কবীর খান’-এর ভঙ্গিতেই কোচের ভূমিকায় থাকছেন অজয় দেবগণ। আরিয়ান উচ্ছ্বসিত তাঁর এই কাজ নিয়ে।
TV9কে আরিয়ান বলেছেন, “সকলের মতো আমিও অপেক্ষা করে রয়েছি ‘ময়দান’-এর জন্য। ছবির শুটিংয়ের তিন-চার বছর হয়ে গেল। প্রতিবারই একটা করে রিলিজ় ডেট আসে, আবার পিছিয়ে যায় ভিএফএক্স-এর কাজের জন্য। তবে আশা করছি খুব শীঘ্রই মুক্তি পাবে ‘ময়দান’। আর এই ছবি দর্শকদের জন্য দারুণ একটা দেখার মতো সিনেমা হতে চলেছে।”
‘ময়দান’-এ নেভিল ডিসুজার চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেতা আরিয়ান। লেভিল ডিসুজা একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়, যিনি অলিম্পিকে প্রথমবার হ্যাট্রিক করেছিলেন। আরিয়ানের কথায়, “এই চরিত্র করাটা আমার কাছে খুবই গর্বের। যে আইকনিক ম্যাচে প্রথমবার হ্যাট্রিক করেছিলেন তিনি, সেই ম্যাচটা রয়েছে এই ছবিতে। আর অজয় স্যারের সঙ্গে বেশ কিছু সিন রয়েছে আমার।” কনফিডেন্স ঝরে পড়ে আরিয়ানের কণ্ঠস্বরে, “সেই দৃশ্যগুলো খুব ইনটেনস, স্পয়লার দেব না; তবে আমি নিশ্চিত ভারতীয় হিসেবে রক্ত গরম করে দেবে এই দৃশ্য পর্দায় দেখলে।” বলিউড থেকে টলিউড সব জায়গাতেই কাজ করছেন আরিয়ান। তাঁকে জিজ্ঞাসা করা হয়, টলিউডে কি কাজের গতি কম? এই প্রশ্নের উত্তরে আরিয়ান বলেন, “আমার তো মনে হয় কাজের গতি অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে বারো থেকে পনেরো দিনের মধ্যেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হচ্ছে। সিনেমা হোক সিরিজ, কম সময়ে বেশি কাজ করানো হচ্ছে। আমরা করে দিচ্ছি।” এরপরই আরিয়ানের সঙ্গত সংযোজন, “তবে কমতে- কমতে আরও কত কমবে? আমার মনে হয় আর একটু সময় দিয়ে শ্যুটিংয়ের কাজ করতে হবে। তাহলে আরও ভাল প্রোডাক্ট আসতে পারে।”
নতুন কী কাজ হচ্ছে বাংলায়, জানতে চাইলে আরিয়ান জানান, বেশ কিছু কাজ হয়ে রয়েছে। তাঁর কথায়, “এই ছবিগুলো পোষ্ট-প্রোডাকশনের জন্য রয়েছে। কিছুদিন আগেই লন্ডনে শুট করে এলাম এসকে মুভিজ় প্রযোজিত ‘তবু ভালবাসি’ ছবির জন্য। এছাড়াও মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ ছবির শুট শেষ করলাম। তবে ছবির ব্যাপারে ডিটেইলে কিছু বলা বারণ। এটুকু বলা যায় প্রেম ও পারিবারিক ছবি এগুলো।”
যদিও টলিপাড়ার অন্দরের খবর, শিল্পীর সঙ্গে আরও একটি ছবি আসতে চলেছে, যার সম্ভাব্য নাম ‘মন মাতাল’, রিহ্যাব সেই ছবির বিষয়। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা। এর পর আবারও বলিউডের কাজের কথা বলতে গেলে একটি হিন্দি সিরিজের নাম উঠে আসে: ‘ব্রাউন’। পরিচালক অভিনয় দেও। এই ছবির মুখ্য ভূমিকায় নব্বইয়ের ‘মির্চি’ অভিনেত্রী করিশ্মা কাপুর। তাঁর সঙ্গেই বেশিরভাগ শুটিংয়ের দৃশ্য ছিল আরিয়ানের। কেমন সেই অভিজ্ঞতা? আরিয়ান বললেন, “সবাই এখন জানেন। এই সিরিজ শুট করতে কলকাতায় এসেছিলেন করিশ্মা ম্যাম, তবে বেশিরভাগ শুটিং হয়েছে মুম্বইয়ে। আমার কাছে তো ফ্যানবয় মোমেন্ট ছিল, আমি ‘দিল তো পাগল হ্যায়’ দেখেছি বহুবার। আরও একটি ছবি ‘জিৎ’, যেটা আমার ভীষণ প্রিয় ছবি। সেই ছবিতে সানি দেওল-ও ছিলেন। দুই প্রিয় অভিনেতার ছবি বহুবার দেখেছি। তাই করিশ্মা কাপুরের সঙ্গে অভিনয় আমার কাছে ড্রিম কাম ট্রু।” করিশ্মা প্রসঙ্গে আরিয়ান আরও বলেন, “প্রথম লুক টেষ্টের দিন থেকে দেখেছি, কতটা মাটির মানুষ তিনি। খুব হাম্বল, শুটিংয়ের সময় মনেই হতে দেননি তিনি অত বড় তারকা। পরিচালককে খুব গুরুত্ব দিচ্ছিলেন কাজের সময়। পরিচালক যতটা চাইছেন, ঠিক ততটাই করছিলেন। এটা শেখার মতো।”
কলকাতার শুটিংয়ের সময় কেমন লেগেছে এই শহর করিশ্মার? এই প্রশ্নের উত্তরে লাজুক হেসে আরিয়ানের উত্তর, “এতটাই মুগ্ধতা কাজ করছিল, এই সব নিয়ে আর ভাবিনি। তবে কলকাতা শহরে কাজ করে উনি খুবই মজা পাচ্ছিলেন। এই শহরকে তিনি খুবই পছন্দ করেন, তাঁকে দেখে সেটা বোঝাও যাচ্ছিল। সব মিলিয়ে আমি অনেক কিছু শিখেছি। আর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। প্রিয় স্টারের সঙ্গে কাজ করা তো ভাগ্যের কথা আমার কাছে।”