Eken Babu: ‘কী, একেন বাবুর গোঁফ কোথায়?’ খোঁজ নেটিজ়েনদের

Anirban Chakraborty: একের পর এক ওটিটি সিরিজে মুক্তি পাওয়া একেন বাবু নিয়ে সকলের মনেই কম বেশি উত্তেজনার পারদ তুঙ্গে থাকে। ইতিমধ্যেই একেন বাবুর একটি গল্প বড়পর্দায়ও মুক্তি পেয়েছে।

Eken Babu: 'কী, একেন বাবুর গোঁফ কোথায়?' খোঁজ নেটিজ়েনদের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 8:36 PM

আবারও হাজির একেন্দ্র সেন। তবে এবার পালা ওটিটির। রুদ্ধশ্বাস রাজস্থান এক কথায় বলতে গেলে ঝড় তোলে বক্স অফিসে। এখনও বেশ কিছু প্রেক্ষাগৃহে চলছে এই ছবি। তবে এবার পালা ওটিটি মুক্তির। তার প্রচারেই এসে মুখ খুলতে দেখা যায় অনির্বাণকে। তবে এ কী কোথায় গেল একেন বাবুর গোঁফ! গোঁফ ছাড়া একেন বাবুকে দেখে নেটিজেনদের প্রশ্ন গোঁফ কোথায়? যদিও প্রমথর এই প্রশ্নে একপ্রকার উঠেই চলে গেলেন অভিনেতা। বাস্তব জীবনে তাঁর কোনও গোঁফ নেই। তাতেই কী অনিহা! হাসির রোল নেটপাড়ায়। অনির্বাণ ভট্টাচার্য। টলিউডে একাধিক ছবি তাঁর ঝুলিতে। পাশাপাশি থিয়েটারেও তাঁর রাজত্ব বর্তমান। তবে দর্শক মনে যে চরিত্রে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তা হল একেন বাবু।

একের পর এক ওটিটি সিরিজে মুক্তি পাওয়া একেন বাবু নিয়ে সকলের মনেই কম বেশি উত্তেজনার পারদ তুঙ্গে থাকে। ইতিমধ্যেই একেন বাবুর একটি গল্প বড়পর্দায়ও মুক্তি পেয়েছে। তবে প্রথম থেকেই একেনবাবু চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে। ওটিটিতে সকলের নজর কেড়েছিলেন তিনি। তবে শেষ দুই ছবি মুক্তি পায় বড়পর্দায়। এবার পালা ওটিটির। ১৬ জুন ওটিটিতে আসছে শেষ মুক্তি পাওয়া একেনবাবু।

এই চরিত্র নিয়ে টিভি৯ বাংলাকে অনির্বাণ জানিয়েছিলেন, ‘একেনবাবু যখন করতে শুরু করেছিলাম (২০১৮), তখন আমি এই চরিত্রটা সম্পর্কে খুব বেশি জানতাম না। তখন গল্প পড়ার মাধ্যমে, চিত্রনাট্য দেখে যেমনটা মনে হয়েছিল, ঠিক তেমনটাই করেছিলাম। মাঝে একটা ছবিও হয়েছে, পরবর্তী ছবির শুটিং-ও শেষ করলাম সম্প্রতি, সব মিলিয়ে আটবার আমি একেন্দ্র। এটা করতে-করতে আমি চরিত্রটাকে ভীষণ কাছ থেকে জানতে পেরেছি। নতুন করে আবিষ্কার করতে পেরেছি। যার ফলে পর্দায় উপস্থাপনার ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে। সিজ়ন ১ ও সিজ়ন ৬ দেখলে তা বোঝা-ই যায়। বার বার একেন হয়ে ওঠার ফলে এখন আমার মধ্যেও একটা ধারণা তৈরি হয়েছে এই চরিত্রটা নিয়ে।’

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)