Samantha Prabhu: প্রথম মাইনে ৫০০ টাকা, বর্তমানে ছবি পিছু কত কোটি পারিশ্রমিক সামান্থার
2nd Highest Paid South Actress: বড়পর্দার পাশাপাশি সামান্থা ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছেন, কারণ দ্য ফ্যামিলি ম্যান সিজন ২-তে তাঁ উপস্থাপনা সকলকে তাক লাগিয়ে দিয়েছিল।
সামান্থা প্রভু, এক কথায় বলতে গেলে যাঁর উপস্থিতিতে পর্দায় ঝড় ওঠে, দক্ষিণের সেই স্টারই এখন ঝড় তুলেছে নেট দুনিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল সিনে দুনিয়ায় এখন সামান্থা। গত কয়েকমাসে বলিউড-দক্ষিণী দুনিয়ার বিভাজনটা বেশ কিছুটা ভেঙে গিয়েছে। এখন দক্ষিণী দুনিয়ায় বলিউড স্টারেরা গিয়ে যেমন অভিনয় করছেন, ঠিক তেমনই পাল্লা দিয়ে দক্ষিণী দুনিয়ার স্টারদের বলিউডে পা রাখতে দেখা যাচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল এক একটি ছবি কিয়ারার, আবার উল্টো ছবিটাও দেখা যাচ্ছে সিনে দুনিয়ায়। প্রভাস থেকে শুরু করে রশ্মিকা, সকলেই ধীরে ধীরে পা বাড়াচ্ছে বলিউডে, অতীতেও যা ঘটেছে একাধিকবার। তবে দক্ষিণী দুনার নিরিখে সামান্থার ভক্তমহলে দর এক কথায় এখন তুঙ্গে।
বড় পর্দার পরই এখন যেখানে দর্শকেরা ঝুঁকছেন, তা হল এবার ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন এখন একে একে সকলেই। প্রথমসারিতে থাকা সেলেবরাই এখন দস্তুর মত কাজ করছেন ওটিটি প্লাটফর্মে। এর আগেই বড়পর্দার পাশাপাশি সামান্থা ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছেন, কারণ দ্য ফ্যামিলি ম্যান সিজন ২-তে তাঁর উপস্থাপনা সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। সেখানে রাজির চরিত্রে ঝড় তুলেছিলেন সামান্থা প্রভু। দিন দিন যেন রূপ ফেটে পড়ছে। সামান্থাকে দেখে এক কথায় হ্যাঁ ভক্তমহল, তবে না, নিজেকে ফিট রাখার বিষয় কোনও রকমের ফাঁক রাখেন না তিনি। তবে কেরিয়ারের শুরুটা মোটেও এতটা স্বাভাবিক ছিল না।
প্রথমে সামান্থা মাত্র ৫০০ টাকার মাইনেতে কাজ করেছিলেন। বর্তমানে তা বেড়ে কোটিতে জায়গা করে নিয়েছে। দক্ষিণী দুনিয়ায় সামান্থা পারিশ্রমিকের নিরিখে দ্বিতীয় স্টার। একটি ছবি করতে তিনি মোটের ওপর চার্জ করছেন ৩ থেকে ৫ কোটি টাকা। এবার লক্ষ্য বলিউড। বেড়েছে ভক্তমহলে চাহিদা, বেড়েছে তাঁর একাগ্রতাও। এই পিক সময় তাই নিজেকে আরও একবার গড়ে নেওয়ার পালা। অভিনেত্রীদের মাঝে কড়া টক্কর দিতে প্রস্তুত সামান্থা এবার কোমর বেঁধে নেমে পড়ছে ময়দানে। এবার সেই লক্ষ্যেই বলিউডে পা বাড়াচ্ছেন সামান্থা।