Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Streaming Guide: সপ্তাহের শেষে আপনার জন্য সাজানো একগুচ্ছ সিরিজ-সিনেমা, কোনটা দেখবেন?

রবিবারের ছুটি, শনিবারের রাত বিফলে যেতে দিতে চাইছেন না। এদিকে প্ল্যানও করেননি তেমন। চিন্তা কী? টিভিনাইন বাংলা আপনাকে দিচ্ছে স্ট্রিমিং গাইড। কী কী ছবি-সিরিজ মুক্তি পেল? কোনটা দেখবেন আর কী বাদ দেবেন সে সব তালিকা রইল আপনার জন্য...

Streaming Guide: সপ্তাহের শেষে আপনার জন্য সাজানো একগুচ্ছ সিরিজ-সিনেমা, কোনটা দেখবেন?
কী কী ছবি-সিরিজ মুক্তি পেল?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 7:23 PM

আরও একটা উইকেন্ড। রবিবারের ছুটি, শনিবারের রাত বিফলে যেতে দিতে চাইছেন না। এদিকে প্ল্যানও করেননি তেমন। চিন্তা কী? টিভিনাইন বাংলা আপনাকে দিচ্ছে স্ট্রিমিং গাইড। কী কী ছবি-সিরিজ মুক্তি পেল? কোনটা দেখবেন আর কী বাদ দেবেন সে সব তালিকা রইল আপনার জন্য…

দ্য হুইসেলব্লোয়ার

ব্যাপম কেলেঙ্কারি নিয়ে তৈরি এই সিরিজে পরিচালক মনোজ পিল্লাই। সত্য ঘটনা অবলম্বনে গঠিত সিরিজটি ভাগ করা হয়েছে নয়টি পর্বে। উইকেন্ডে দেখে ফেলতে পারেন। পেয়ে যাবেন সোনি লিভে।

ডিকাপলড

মধ্যবয়সেও হট মাধবন। আর মাধবনের যদি আপনি ভক্ত হন তবে নেটফ্লিক্সের এই ছবি আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। মাধবনের বিপরীতে রয়েছেন সুরভীন চাওলা। এক দম্পতি যারা বিচ্ছেদের প্রান্তে এসে দাঁড়িয়েছেন তাঁদের নিয়ে এই ছবি। তনু ওয়েডস মনুর মাধবন নন, এ ছবিতে একেবারেই অচেনা ভূমিকায় ধরা দিয়েছেন তিনি।

স্পাইডার ম্যান, নো ওয়ে হোম

সিনেমা হলে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবি। এখনও পর্যন্ত ইতিবাচক রিভিউই পেয়েছে ছবি। শুধু আপনি কেন, আপনার বাড়ির বাচ্চাটিরও পছন্দ হবে সুপার হিরোর এই আখ্যান। উইকেন্ডে চিপস পপকর্ণ সহযোগে নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখে নিতেই পারেন ‘মাকড়সা মানব’কে।

পুষ্পা

আল্লু অর্জন আর রশ্মিকা মন্দনার পুষ্পা আদপে দক্ষিণী ছবি হলেও তা মুক্তি পেয়েছে হিন্দিতেও। এই তেলুগু ছবিতে উপরি পাওনা সামান্থা রুথ প্রভুর নাচ। এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে এই ছবি। ‘ওয়ান টাইম ওয়াচ’-এর জন্য, এ ছবি মন্দ কী?

দ্য হুইচার

দ্য হুইচার সিজন ২ চলে এসেছে নেটফ্লিক্সে। দেখে নিতে পারেন। প্রথম সিজনের থেকে দ্বিতীয় সিজন নাকি আরও সুন্দর এমনটা মনে করছেন চিত্র সমালোচকরা।