Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant Miscarriage: ‘আদিলের চাপের জন্যই সন্তান নষ্ট’, অবশেষে সত্যি স্বীকার করলেন রাখি

Rakhi Sawant: আদিল রাখিকে মেরে ফেলার চেষ্টা করেছে থেকে শুরু করে টাকা নটছয় করার অভিযোগ, ঝড়ের গতিতে ভাইরাল হয় প্রতিটা খবর।

Rakhi Sawant Miscarriage: ‘আদিলের চাপের জন্যই সন্তান নষ্ট’, অবশেষে সত্যি স্বীকার করলেন রাখি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 1:55 PM

রাখি সাওয়ান্ত বেশ কয়েকদিন ধরেই ব্যক্তিসমস্যার জেরে খবরের শিরোনামে বারে বারে নাম লিখিয়েছেন। আদিল খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ বর্তমানে কোর্টের দরজায় পৌঁছে গিয়েছে। একটাই দাবি রাখির, আদিল যেন আর কারও জীবন এভাবে নষ্ট না করে। যদিও রাখির মনের গভীরে থাকা সম্পর্কের সমীকরণ আজও বোধহয় অন্য সুরে কথা বলে। একাধিক অভিযোগের মাঝেই কাঁদতে কাঁদতে রাখি বলে ফেলছেন, তিনি আদিলকে ফিরে পেতে চান। তিনি আদিলকে ঠিক কতটা ভালবাসেন। যদিও সেই কথা রাখার পরিস্থিতিতেই নেই আদিল। কারণ তাঁর মনে এখন তনুর প্রেম। তিনি জেল থেকে ছাড়া পেলেই বিয়ে করবেন তনুকে। এমনটাও জানিয়েছেন রাখি সাওয়ান্তকে। আদিলের সম্মানের কথা ভেবে বারে বারে নিজের মুখ বন্ধ রাখলেও বিগত কয়েকদিনে রাখি একাধিক রহস্য ফাঁস করেছেন প্রকাশ্যে।

আদিল রাখিকে মেরে ফেলার চেষ্টা করেছে থেকে শুরু করে টাকা নটছয় করার অভিযোগ, ঝড়ের গতিতে ভাইরাল হয় প্রতিটা খবর। তারই মাঝে একটি খবর সকলকে তাক লাগিয়ে সামনে এসেছিল, তা হল রাখি সাওয়ান্ত নাকি অন্তঃসত্ত্বা ছিলেন, তবে মিসক্যারেজ হয়ে যায় তাঁর। সন্চান নষ্ট হওয়ার খবর সামনে আসতেই তা অস্বীকার করেন আদিল খান। তিনি জানিয়েছিলেন এই খবর ভিত্তিহীন।

যদিও সেই সত্যি বেশিদিন চাপা থাকল না। মিডিয়ার সামনে অবশেষে রাখি সাওয়ান্ত জানিয়েদিলেন তিনি সত্যি অন্তঃসত্ত্বা ছিলেন। ৩৮ বছর বয়সে মা হতে চলেছিলেন তিনি। তাঁর কাছে এটি ছিল সব থেকে আনন্দের বিষয়। তবে মায়ের মৃত্যু ও আদিলের দেওয়া মানসিক চাপে তাঁর মিসক্যারেজ় হয়ে যায়। অবশেষে স্বীকার করে নেন রাখি সাওয়ান্ত। এখানেই শেষ নয়, তিনি জানান, সেই অপারেশনের পর আদৌ তিনি আর মা হতে পারবেন কি না তিনি জানেন না। তাই আদিল তাঁর সঙ্গে যা যা করেছেন, তার সুবিচারের অপেক্ষায় এখন রাখি।